Kolkata Accident: রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, মদ্যপ চালকের বেপরোয়া গতির শিকার ৫

 লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগন্যালে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা সহ তিন জনের। সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। একই সঙ্গে ধাক্কা মারে একটি বাইকেও। ওই প্রাইভেট গাড়িটিতে এক মহিলা সহ চার জন ছিল। বাইকে ছিল দুজন এমনটাই পুলিস সূত্রে খবর।

ফের রাতের শহরে পথ দুর্ঘটনা। লেকটাউন থেকে বাগুইহাটির দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। দমদম পার্ক সিগনাল লাল থাকাই দাঁড়িয়ে পরে একটি লরি। এরপরেই দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে ওই গাড়িটি। এর পাশাপাশি একটি বাইকেও ধাক্কা মারে ওই গাড়িটি। চারচাকা গাড়িতে ছিল এক তরুণী সহ চারজন ও বাইকে ছিলেন দুজন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। জানা গিয়েছে ঘটনাস্থালেই মৃত্যু হয় এক তরুণী সহ তিন জনের। বাকিদের অবস্থা আশঙ্কা জনক। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ধারণা গাড়ির যাত্রীরা সকলেই মত্ত ছিলেন।

পুলিস সূত্রে খবর, লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগনালে দাঁড়িয়ে ছিল একটি লরি। তার পাশে ছিল একটি বাইক। আচমকার দ্রুত গতিতে আসা একটি চারচাকা প্রাইভেট গাড়ি প্রথমে বাইক টিকে ধাক্কা মারে। তারপরে গাড়িটি দাক্কা মারে লরির পিছনে।পুলিশ সূত্রে খবর রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে পড়ে থাকে চারজন, বাইকে থাকা দুজন রাস্তায় ছিটকে পড়ে থাকে। লেকটাউন থানায় খবর গেলে তড়িঘড়ি পুলিস ঘটনাস্থলে আসে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণী সহ তিন জনের। পুলিস সূত্রে খবর ও স্থানীয়দের দাবি ওই চারচাকা প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিক অনুমান। এবং অত্যন্ত বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল তারা। আর তার জেরে নিয়ন্ত্রণ রাখতে না পেরেই  সিগনালে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে গাড়িটি। চারচাকা গাড়ি এবং বাইক টিকে লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.