Kolkata: ডানায় জলমগ্ন কলকাতায় মর্মান্তিক পরিণতি যুবকের, বাড়ির সামনেই ঘটে গেল এঘটনা…

ডানার প্রভাবে দিনভর বৃষ্টি। আর তাতে জলমগ্ন কলকাতা। মর্মান্তিক পরিণতি ডেকে আনল এক যুবকের। বাড়ির সামনেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম সৌরভ গুপ্ত। বয়স ২৫ থেকে ২৬ বছর। ঘটনাটি ঘটেছে জাস্টিস দ্বারকানাথ রোডে। 

জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটের সময় বাড়ির সামনে স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের লোহার ফেন্সিংয়ে হাত দেওয়ার পরেই বিদ্যুস্পৃষ্ট হয়ে যান ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তড়িঘড়ি তাঁকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। তারপরই এলাকায় বিদ্যুতের লাইন আপাতত কেটে দেওয়া হয়েছে। গোটা এলাকা জলমগ্ন।

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কলকাতাতে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দিনভর-ই চলছে বৃষ্টি। দিনভর কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে রেকর্ড করেছে যোধপুর পার্ক। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে। বাকি কলকাতার অংশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তার পরিসংখ্যান- 

(একক মিলিমিটারে)
ট্যাংরা- ১০৩.৮০
চিংড়িঘাটা- ৯১
পাগলাডাঙা- ১০৭.২০
বালিগঞ্জ- ১৫২
মোমিনপুর- ১৩৪
চেতলা লক- ১৩১
যোধপুর পার্ক ১৯০
কালীঘাট- ১২৬.৯০
ট্রেঞ্চিং গ্রাউন্ড- ১৩১.৫০
ধানখেতি খাল- ১৩০
জোকা ডিপিএস- ৯৯
বেহালা ফ্লাইং ক্লাব- ১১৩.৩০
জিনজিরা বাজার- ১০৫
সিপিটি ক্যানাল- ১১৪.৯০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.