করোনা আবহেই প্রবল সাইক্লোনে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলা। প্রাণ হারিয়েছেন ৭২ জন মানুষ। কারও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তো কারও প্রাণ গিয়েছে মাথায় গাছ ভেঙে পড়ে। ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে ওড়িশারও। দুই ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরকে তছনছ করে বাংলা ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে এই সুপার সাইক্লোন। রাতারাতি বদলে গিয়েছে দুই রাজ্যে চেহারা। যা দেখে মর্মাহত বিরাট কোহলি, কুলদীপ সিংরা। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন ভারতীয় অধিনায়ক।
দিনভর সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ফুটে উঠেছে। কোথাও জলের নিচে চলে গিয়েছে বিমানবন্দর। তো কোথাও রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় ব্যাহত চলাচল। বহু মানুষের ঘর-বাড়িও ভেঙে গিয়েছে। বাংলাতেই পাঁচ লক্ষ মানুষকে আগে থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরও অনেকে ঘরছাড়া হয়েছেন এই তাণ্ডবের কারণে। আর সেই সব মানুষগুলির জন্যই দুঃখপ্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
কোহলি টুইট করেছেন, “ওড়িশা আর পশ্চিমবঙ্গে যাঁরা এই সাইক্লোনে বিপর্যস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার সহানুভূতি রইল। ঈশ্বর প্রত্যেককে সুরক্ষিত রাখুন। আশা করি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।”Virat Kohli✔@imVkohli
My thoughts and prayers go out to everyone affected by #CycloneAmphan in Odisha and West Bengal. May God protect everyone out there and hope things get better soon. #PrayForWestBengal53.8K11:21 AM – May 21, 2020Twitter Ads info and privacy4,831 people are talking about this
ইতিমধ্যেই ইউনিসেফের (UNICEF) তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জন্য ভারত ও বাংলাদেশের প্রায় ১৯ মিলিয়ন শিশুর জীবনে ঝুঁকি নেমে এল। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১০-১২ দিন সময় লাগবে। গোটা পরিস্থিতি দেখে ভাষা হারিয়েছেন আরেক ভারতীয় তারকা কে এল রাহুল। তিনিও মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। টুইটারে দুঃখপ্রকাশ করেছেন কুলদীপ যাদবও।K L Rahul✔@klrahul11
Praying for everyone affected by #AmphanSuperCyclone
Condolences to families of the victims who lost their lives. 10.3K11:23 AM – May 21, 2020Twitter Ads info and privacy449 people are talking about this
My thoughts go out to everyone affected by the #AmphanCyclone
Condolences to the families who lost their loved ones, may god give them strength.1,53411:58 AM – May 21, 2020Twitter Ads info and privacy43 people are talking about this