চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্সের বড় ভরসা শুভমন গিল। অনবদ্য ছন্দে রয়েছেন হার্দিক পাণ্ড্যর দলের ওপেনার। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সেই শুভমন ফাইনালে ভেঙে দিতে পারেন বিরাট কোহলির একটি রেকর্ড।
২০১৬ সালের আইপিএলে কোহলি কমলা টুপি জিতেছিলেন ৯৭৩ রান করে। তাঁর আগে বা পরে কোনও ব্যাটার আইপিএলের এক মরসুমে ৯০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। এ বার সেই সম্ভাবনা রয়েছে শুভমনের। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে তাঁর সংগ্রহ ৮৫১ রান। গত শুক্রবারের মতো ইনিংস ফাইনালেও খেলতে পারলে ভেঙে দিতে পারেন এক আইপিএলে কোহলির সর্বোচ্চ রানের নজির। তা না হলেও কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক আইপিএলে ৯০০ রান করার নজির গড়তে পারেন শুভমন। গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলার ৯০০ রানের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি করেন ৮৬৩ রান।
শুভমন হলেন আইপিএলের ইতিহাসে চতুর্থ ব্যাটার যিনি, একই মরসুমে ৮০০ রান করার নজির গড়েছেন। কোহলি, বাটলার ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ডেভিড ওয়ার্নারের। তিনি ২০১৬ সালে করেছিলেন ৮৪৮ রান। দ্বিতীয় ভারতীয় হিসাবে গত শুক্রবার ৮০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন শুভমন।
এ বারের আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান। ফাইনালে শতরান করতে পারলে একই আইপিএলে চতুর্থ শতরান করার নজির গড়বেন শুভমন। এ ক্ষেত্রেও তিনি ছুঁয়ে ফেলবেন কোহলিকে। ২০১৬ সালে কোহলি চারটি শতরান করেছিলেন। আইপিএলের এক মরসুমে কোনও ব্যাটারের সব থেকে বেশি শতরান করার নজির সেটাই। ফলে রবিবারের ফাইনালে কোহলির একাধিক নজির ছোঁয়ার সুযোগ রয়েছে শুভমনের সামনে।