‘চাপে রয়েছে কোহলি, এটাই সেরা সুযোগ’, কামিন্সদের বিরাট-পরামর্শ দিলেন ম্যাকগ্রা

বাংলাদেশ হোক বা নিউ জ়িল্যান্ড, দেশের মাটিতে দু’টি টেস্ট সিরিজ়ের কোনওটিতেই ভাল খেলতে পারেননি বিরাট কোহলি। এ বছর ছ’টি টেস্টে তাঁর গড় মাত্র ২২.৭২। ‘চাপে থাকা’ কোহলিকে আরও চাপে রাখার জন্য অস্ট্রেলিয়ার কাছে এর চেয়ে ভাল সুযোগ আর আসবে না বলে মনে করছেন গ্লেন ম্যাকগ্রা। তাই কোহলির বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে সে দেশের প্রাক্তন জোরে বোলার বলেছেন, “নিউ জ়‌িল্যান্ডের কাছে ভারত ৩-০ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে। কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার হাতে অনেক অস্ত্র রয়েছে। তাই ভারতকে যতটা পারো চাপে রাখো। দেখো ওরা সেই চাপ সামলাতে পারে কি না।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে বরাবরই ভাল খেলেছেন কোহলি। তবে এ বার তিনি কতটা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করছেন ম্যাকগ্রা। তাঁর কথায়, “আমার মনে হয় কোহলি একটু হলেও চাপে রয়েছে। যদি শুরুতেই দু’-একটা ইনিংসে খারাপ খেলে তা হলে আরও চাপে পড়বে।”

ম্যাকগ্রার সংযোজন, “কোহলি খুব আবেগপ্রবণ ক্রিকেটার। ও চাঙ্গা হয়ে থাকলে আটকানো কঠিন। কিন্তু ফর্মে না থাকলে ওর সমস্যা আরও বাড়বে।”

২০১১ সাল থেকে কোহলি চার বার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি টেস্টে ২০৪২ রান করেছেন। আটটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.