করোনায় (Covid 19) জেরবার দেশবাসী। দ্বিতীয় ঢেউয়ে রক্ষা পাচ্ছেনা কেউ। সদ্যজাত থেকে বৃদ্ধ কাউকে পরোয়া করছে না এই মারণ ভাইরাস। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে চলছে প্রায় লকডাউন। এর ফলে রাজ্যের বহু মানুষ রোজগারহীন হয়েছেন। এরই মাঝে বিভীষিকার মতো হাজির হয়েছিল ‘ইয়াস’ (Yaas)। তার তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা (West Bengal Coastal area) গুলি প্রায় জলের তলায়।
গতমাসের ২৫-২৬ তারিখের এই ঘুর্নিঝড় (Yass cyclone) রাজ্যের উপকূলবর্তী মানুষগুলির মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছে। চোখের সামনে ভিটেমাটি ধুয়ে গিয়েছে জলের স্রোতে। মাথা গোঁজার ঠাই তো দূর হস্ত দুমুঠো খাবারের জন্যে তাদের ভরসা এখন কেবলই ত্রাণ। তা না হলে গাছের ফল আর পচা জল। পরনের পোশাক টুকুও কোন মতে জুটছে। এভাবেই দিন অতিবাহিত করছে ওই বিধ্বস্থ মানুষ গুলো। তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন টলিউড কুইন কোয়েল মল্লিক (Koel Mallick )। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সাহায্যের আর্জি। নিজেদের সামর্থ্য মতো এগিয়ে এসে প্রত্যেককে সাহায্য করতে অনুরোধ করেছেন কোয়েল। উপকূলবর্তী ওই সকল পীড়িত মানুষগুলির জন্যে বস্ত্র, খাদ্য, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্যে আবেদনের আর্জি করেছেন অভিনেত্রী।
এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে কোয়েল জানিয়েছেন, উপকূলবর্তী ওই অন্ন বস্ত্রহীন মানুষ গুলোর জন্যে ৬ই জুন তারা ত্রাণ পৌঁছে দেবেন। তাই সকলের কাছে অনুরোধ, নিজেদের বাড়ির পুরনো জামাকাপড়, শুকনো খাবার যেমন – মুড়ি, চিঁড়ে, গুড়ো দুধ প্রমুখ দিয়ে ওই মানুষ গুলোকে সাহায্য করতে এগিয়ে আসুন। এছাড়া সাধারণ কিছু ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, সাবাদ দিয়েও দানে সাহায্য করতে পারেন। সেই সকল জিনিস পৌঁছে দেওয়া হবে ওই মানুষ গুলোর কাছে।
‘ইয়াস’ বিধ্বস্থ এলাকায় ত্রাণ নিয়ে বহু তারকাই হাজির হয়েছে। গতবছর ‘আমপান’এর (Amphan cyclone) সময়েও একই ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল রাজ্য। বছর ঘুরতে না ঘুরতেই প্রকৃতির রুদ্ররূপের শিকার রাজ্যবাসী।
সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। লকডাউনে শুটিং বন্ধ তাই ছেলে কেশবের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন। অভিনেত্রীকে শেষ ‘ফ্লাইওভার’ (Flyover) ছবিতে দেখা গিয়েছে। তবে শীগ্রই তাকে নতুন চরিত্রে দেখতে চলেছে দর্শকরা।