KL Rahul: বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই! ফর্মে ফিরতে কি ইরানি কাপ খেলবেন কে এল রাহুল?

একেবারেই ছন্দে নেই কে এল রাহুল (KL Rahul)। লাগাতার খারাপ ব্যাটিং করার জন্য প্রবল সমালোচনার মুখে টিম ইন্ডিয়ার (Team India) সহ অধিনায়ক। এমন অবস্থায় চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টে তাঁর জায়গায় শুভমন গিলকে (Shubman Gill) ওপেনার হিসেবে দেখা গেলে, অবাক হওয়ার কিছুই থাকবে না। শোনা যাচ্ছে কে এল রাহুলকে ফর্মে ফেরানোর জন্য তাঁকে রিলিজ করে দিতে পারেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দলের তারকা ব্যাটারকে রানে ফেরাতে উদ্যোগী টিম ম্যানেজমেন্ট। আর তাই এহেন কে এল রাহুল নাকি ইরানি কাপ (Irani Cup 2023) খেলতে পারেন।  ১ মার্চ থেকে গতবারের রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয়ী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে ইরানি কাপ খেলতে নামবে অবশিষ্ট ভারত (Rest of India)। 

কে এল রাহুলের ইরানি কাপ খেলার প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “লাগাতার রান না পেয়ে কে এল রাহুলের আত্মবিশ্বাস এখন তলানিতে গিয়ে ঠেকছে। তাই ও ইরানি কাপ খেললে ব্যাপারটা মন্দ হয় না। মধ্যপ্রদেশের বোলিং অ্যাটাক বেশ ভালো। আবেশ খানের মতো জোরে বোলার আছে। তাই ওকে একবার ইরানি কাপ খেলিয়ে দেখতেই পারেন রাহুল দ্রাবিড়-রোহিত শর্মারা।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.