খড়্গপুর স্টেশনকে এশিয়ার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ তিনি
খড়্গপুর স্টেশনে আসেন এবং যান রিলে প্যানেল রুমে। সেখানে খতিয়ে দেখেন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। ফিরে এসে স্টেশনে ফুড প্লাজার সামনে দাঁড়িয়েই তিনি সাংবাদিক বৈঠক করেন।
সেখানে তিনি বলেন, খড়্গপুর স্টেশনকে এশিয়ার মধ্যে সর্ব সুধিধাযুক্ত উন্নতমানের অত্যাধুনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতবড় স্টেশনকে কয়েকটি জোনে ভাগ করা হবে। খড়্গপুর শহরের সঙ্গে জুড়ে থাকা এই স্টেশনে বেশ কিছু কাজ হবে। তবে এরজন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হচ্ছে। রেলমন্ত্রী জানান, এশিয়ার মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম রয়েছে এই খড়্গপুরে। তিনি বলেন, সব ক্ষেত্রেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাত্রী সুরক্ষাকে। এরজন্য যা যা করার রেল তা করছে।