মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে। এখানে রয়েছে এই লোকসভার স্ট্রং রুম। ঘাটাল লোকসভার গণনা হবে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। এখানেই রয়েছে এই লোকসভার স্ট্রং রুম।
জানা গিয়েছে, স্ট্রং রুম পিছু ৩ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী ও ২৮ জন করে পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। মেদিনীপুরে সর্বোচ্চ ২২ রাউন্ড ও ঘাটালে সর্বোচ্চ ১৯ রাউন্ড গণনা হওয়ার কথা। মেদিনীপুর লোকসভায় ইভিএমের ভোট গণনার জন্য সব মিলিয়ে টেবিল থাকছে ৯৮টি। এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার প্রত্যেকটির জন্য দু’টি করে হল থাকছে। প্রতি বিধানসভায় দুটি হলে মোট ১৪ টি করে টেবিল থাকছে। পোস্টাল ব্যালট গণনার জন্য ৩টি হলে সব মিলিয়ে ২০টি টেবিল থাকবে। ঘাটাল লোকসভায় ইভিএমের ভোট গণনার জন্য সব মিলিয়ে টেবিল থাকবে ১২৬টি। এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার প্রত্যেকটির জন্য একটি করে হল থাকছে। প্রতি হলে ১৮টি করে টেবিল থাকার কথা।
অর্থাৎ, বিধানসভাওয়াড়ি মোট ১৮টি করে টেবিল থাকার কথা। ঘাটাল লোকসভায় পোস্টাল ব্যালট গণনার জন্য ২টি হলে সবমিলিয়ে ২১টি টেবিল থাকবে। টেবিলপিছু একজন কাউন্টিং সুপারভাইজ়ার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, একজন মাইক্রো অবজার্ভার থাকবেন। কাউন্টিং হলে পুলিশ ঢুকতে পারবে না।