ফের কাশ্মীরে জঙ্গি হামলার শিকার ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক। ইদে বাড়ি ফেরার আগে কাশ্মীরে জঙ্গি হামলায় গুরুতর জখম মালদার দুই যুবক। গত শুক্রবার সন্ধ্যায় বুদগাম জেলার নওগামে এক জঙ্গি হামলায় গুরুতর ভাবে জখম হন দুই শ্রমিক। গুলিবিদ্ধ দুই শ্রমিকই মালদার চাঁচলের বাসিন্দা বলে জানা যায়। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে শ্রীনগরের এক হাসপাতালে ভরতি বাংলার দুই। জানা গিয়েছে, জখম নাজিমুল আলম এবং আনিকুল হক ছাড়াও কাশ্মীরে কাজ করেন সেই এলাকার অনেকেই। এই আবহে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে মালদার মালতিপুরের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
কাশ্মীরে আপেলের বাগানে কাজ করতে গিয়েছিলেন আনিকুল ও নাজিমুল। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে আনিকুল নিজের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। দুটো বাইকে করে এসে চার জঙ্গি এই হামলা চালায় বলে জানা যায়। জখম অনিকুলের স্ত্রী মেরিনা বিবি জানান, মাথায় ও ঘাড়ে গুলি লেগেছে তাঁর স্বামীর। ফোনেই গুলি চলার আওয়াজ শুনতে পান মেরিনা। এই পরিস্থিতিতে জখম শ্রমিকের পরিবারের দাবি, রাজ্য সরকার যাতে তাঁদের সাহায্য করে এবং অনিকুলকে রাজ্যে ফিরিয়ে আনে।
মালতিপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি এই ঘটনার প্রেক্ষিতে বলেন, ‘তাঁরা (জখম শ্রমিকদের পরিবার) তাঁদের (কাশ্মীরে জখম পরিযায়ী শ্রমিক) বাংলায় ফিরিয়ে এনে চিকিৎসা করানোর আবেদন জানিয়েছেন। খবর পেয়েই ওদের পাশে দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হবে। আমরা জখম শ্রমিকদের সহকর্মীদের সাথে কথা বলেছি। তাঁরাও এই ঘটনায় সমানভাবে ভীত। আমি রাজ্য সরকারের কাছে এই পরিবারগুলিকে সাহায্য করার অনুরোধ করেছি।’