রবিবার সকালে আগুন লাগলো উত্তরপ্রদেশের কানপুরের সরকারি হাসপাতালে কার্ডিওলজি বিভাগ। তৎক্ষণাৎ সেখানে ছুটে এসে প্রায় ১৫০ জনকে উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা।এদিন সকালে আচমকাই আগুন লাগে কানপুরের সরকারি হাসপাতাল গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজের এলপিএস ইন্সটিটিউট অব কার্ডিওলজি বিভাগে। হাসপাতাল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। দাউ দাউ করে জ্বলতে থাকে সম্পূর্ণ বিভাগটি। সেইসময় সেখানে ভর্তি ছিলেন প্রায় দেড়শোরও বেশি রোগী। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে এসে ১৪৬ জনকে অক্ষতভাবে উদ্ধার করে বের করে আনেন দমকল বাহিনীর কর্মীরা। এছাড়াও ৯জন রোগী ভর্তি ছিলেন আইসিইউতে। তাঁদের বের করা সম্ভব না হলেও তাঁরা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তবে হাসপাতালের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকল কর্মীরা। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
2021-03-28