পূর্বাভাস ছিলই। চৈত্রের শেষ দিনে দক্ষিণবঙ্গে হানা দিল কালবৈশাখী। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলার ওপর দিয়ে প্রবল কালবৈশাখি বয়ে যায়। যার জেরে লন্ডভণ্ড বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের একাংশ। তবে কলকাতা ও লাগোয়া জেলায় এখনো খেলা শুরু হয়নি।
এদিন দুপুরে বীরভূমের মুরারইসহ বেশ কিছু জায়গায় প্রথমে ঝড়বৃষ্টি শুরু হয়। যা ক্রমশ এগিয়ে যায় পূর্বদিকে। এর পর সিউড়ি ও লাগোয়া এলাকায় একটি বিশাল বজ্রগর্ভ মেঘ তৈরি হয় যার জেরে সিউড়ি, বোলপুর, পূর্ব বর্ধমানের কাটোয়া ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে কালবৈশাখি বয়ে যায়। যার জেরে চৈত্র সংক্রান্তিতে সাময়িক স্বস্তি পেয়েছেন স্থানীয়রা।
পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ওপর দিয়ে কালবৈশাখি বয়ে যেতে পারে। প্রধানত বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি।