রেশন বণ্টনে দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাত ২টো ৪০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। তার আগে বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা থেকে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশি চলে। প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। রাতেই তাঁকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে ইডি। এর পর শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। তার পরে হাসপাতাল থেকেই সরাসরি নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট:২৭ অক্টোবর ২০২৩ ১৮:০৬
নতুন করে অসুস্থ হয়ে পড়লেন বালু
আদালতে বিচারকের বাতানুকূল ঘরে অপেক্ষা অ্যাম্বুল্যান্সের অপেক্ষা করছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন সঙ্গীরা।
শেষ আপডেট:২৭ অক্টোবর ২০২৩ ১৭:৫৭
কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে যাচ্ছেন না বালু
কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে যাচ্ছেন না বালু। বদলে অন্য অ্যাম্বুল্যান্স ডেকে পাঠানো হল। চলছে সেই অ্যাম্বুল্যান্স এসে পৌঁছনোর অপেক্ষা।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:৪৯
মন্ত্রী চেয়েছেন হাসপাতালে যেতে : কোর্ট
অসুস্থ মন্ত্রী হাসপাতালে যেতে চেয়েছেন। তাঁর পরিবারও চেয়েছে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে। বিচারক বললেন, মন্ত্রীকে তাঁর এবং পরিবারের ইচ্ছে অনুযায়ী তাঁকে তাঁর পছন্দের হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
শেষ আপডেট:২৭ অক্টোবর ২০২৩ ১৭:৪৫
কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্স এল মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য
আদালত চত্বরে এসে হাজির হয়েছে কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্স। মন্ত্রীকে নিয়ে হাসপাতালে রওনা হওয়ার প্রস্তুতি শুরু।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:২৫
অসুস্থ মন্ত্রীকে বসানো হল বিচারকের বাতানুকূল ঘরে
অসুস্থ মন্ত্রীকে নিয়ে যাওয়া হল বিচারকের বাতানুকূল ঘরে। আদালত চত্বরে ডাকা হল অ্যাম্বুল্যান্স। মন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে স্ট্রেচারও।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:২৩
৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজত জ্যোতিপ্রিয়ের
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। অর্থাৎ আগামী ১০ দিন তিনি থাকবেন ইডি হেফাজতেই।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:১৬
আদালতে হঠাৎ অসুস্থ জ্যোতিপ্রিয়, বমিও করছেন
কোর্ট রুমের বাইরে পাখা চালিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী অসুস্থ হয়ে বমিও করছেন। তাঁর দাদাকে দেখা যায় মাথায় হাত বুলিয়ে দিতে। ইডির প্রতিনিধিরাও মন্ত্রীর পাশে এসে দাঁড়ান। যদিও তত ক্ষণে আদালতে ইডির বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করেছে। মন্ত্রীর অসুস্থতার জন্য ইডিকে দায়ী করে ‘শেম অন ইডি’ বলে স্লোগান দিতে শুরু করেছেন অনেকে।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:০৮
শুনানি চলাকালীন আচমকা অসুস্থ মন্ত্রী
আদালতে শুনানি চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বালু। সওয়াল জবাবের সময় ঠায় দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ বসে পড়েন। কোর্ট রুমে অ্যাম্বুল্যান্স অ্যাম্বুল্যান্স বলে চিৎকার শুরু হয়। মন্ত্রীর কাছে ছুটে যান মন্ত্রী কন্যা। পুলিশ এগিয়ে গিয়ে চেয়ারে বসা অবস্থাতেই তাঁকে বাইরে নিয়ে আসে। বাইরে তাঁকে একটি বেঞ্চে বসানো হয়। মন্ত্রী-কন্যাকে দেখা যায় বাবার মাথায় হাত বুলিয়ে দিতে। তিনি বলেন, ‘‘এখনই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করুন।’’
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:০৪
মানিক ভট্টাচার্যের মতো ব্যাপার এঁরও, আদালতে বলল ইডি
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অনেকটা নিয়োদ দুর্নীতিতে গ্রেফতার বিধায়ক মানিক ভট্টাচার্যের মতো আচরণ করছেন বলে জানাল ইডি। আদালতকে তারা বলল, ‘‘স্ত্রীকে প্রশ্ন করলে তিনি স্বামীকে দেখাচ্ছেন। আর স্বামীকে প্রশ্ন করলে স্ত্রীকে দেখাচ্ছেন। এ তো পুরো মানিক ভট্টাচার্যের মতো ব্যাপার। সবাই এক।’’
জ্যোতিপ্রিয়ের আইনজীবী বললেন, ‘‘সবাই এক এটা ওঁরা বলতে পারেন না।’’
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৭:০০
‘উনি কী ভাবে যুক্ত?’ জানতে চাইলেন বিচারক
জ্যোতিপ্রিয় মল্লিক কী ভাবে যুক্ত? তা ইডির কাছে জানতে চাইলেন বিচারক। প্রশ্ন করলেন, কয়েকজনের নাম বলা হয়েছে। কিন্তু উনি কী ভাবে যুক্ত?
জবাবে ইডি বাকিবুরের মালিকানাধীন নদিয়ার চাল এবং আটাকল এনপিজি মিলের কথা জানাল আদালতকে। একই সঙ্গে বলল কী ভাবে দুর্নীতি হত। এর পাশাপাশি জ্যোতিপ্রিয়ের পরিবারের সদস্য যুক্ত রয়েছে এমন তিনটি সংস্থার শেয়ারের উল্লেখও করে ইডি। আদালতকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানাল, মন্ত্রীর স্ত্রী এবং কন্যার নাম ওই তিন সংস্থার ডিরেক্টর পদে ছিল। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে ওই সব সংস্থার স্ট্যাম্পও পাওয়া গিয়েছে। আদালতে ইডির পাল্টা যুক্তি, ‘‘সংস্থার সঙ্গে যুক্ত না হলে বাড়িতে স্ট্যাম্প পাওয়া গেল কী করে?
বিচারক— ওঁর স্ত্রী যদি সংস্থার সঙ্গে যুক্ত হন, তবে তো স্ট্যাম্প থাকতেই পারে।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:৫৬
আমার স্ত্রী, বৌদি এবং এক মহিলার পাসপোর্ট ও টিকিট প্রসঙ্গ টানা হয়েছে: জ্যোতিপ্রিয়
বিচারককে মন্ত্রী বললেন, গ্রেফতারির আগে যে পাতা দেওয়া হয়েছিল, তাতে আমার স্ত্রী, বৌদি এবং এক মহিলার পাসপোর্ট এবং টিকিটের কথা বলা হয়েছে। আমার কথা বলা নেই পরিবারের কথা বলা হয়েছে।
জ্যোতিপ্রিয়ের যুক্তি শুনে ইডি বলল, এটা আসলে উপরের আবরণ। সব কিছু আড়ালে রেখে হয়েছে। কপিতে ওঁর স্ত্রী-সহ দু’জনের কথা বলা হয়েছে।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:৪৫
জ্যোতিপ্রিয়কে বিচারকের প্রথম প্রশ্ন
আদালতে শুনানি শুরু হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
বিচারক— গ্রেফতারির সময় কপি দেওয়া হয়েছিল? কী কারণে গ্রেফতার করা হল জানিয়ে?
জ্যোতিপ্রিয়— গ্রেফতারির সময় অনেকগুলো পাতা দেওয়া হয়েছিল। কিন্তু আমার বিষয়ে তাতে যত না লেখা ছিল, তার থেকে অনেক বেশি কথা বলা ছিল আমার পরিবারের বিষয়ে।
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:৪০
আদালতে শুনানি চলছে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের
আদালতে শুনানি চলছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বিচারক তাঁর কাছে জানতে চাইলেন, ‘‘আপনাকে কি হেনস্থা করা হয়েছে? মানসিক অত্যাচার করা হয়েছে কি?’’
জবাবে মন্ত্রী বললেন— না। কিন্তু আমি সুগারের রোগী। পা ফুলছে। ১০ হাজার স্টেপস হাঁটতে বলেছে হাসপাতাল।
বিচারক— তা হলে তো স্মার্ট ওয়াচ লাগবে।