যেন মহাকাশের মেসি-রোনাল্ডো। নিরন্তর প্রতিদ্বন্দ্বিতা। কখনও এ এগিয়ে যায় তো, কখনও ও। এই নিয়ে জমজমাট মহাকাশের ম্যাচ। কয়েক বছর আগে শনি টেক্কা দিয়েছিল বৃহস্পতিকে। এবার বৃহস্পতির পালা। এবার বৃহস্পতি টেক্কা দিল শনিকে। টেক্কা দিল চাঁদের সংখ্যায়। মানে, সোজা কথায়, এতদিন সৌরজগতের গ্রহদের মধ্যে উপগ্রহের সংখ্যার নিরিখে সব চেয়ে এগিয়ে ছিল শনি, এবার নিজের উপগ্রহের সংখ্যায় শনিকে টপকে গেল বৃহস্পতি। আরও বারো! নতুন করে আরও ১২টি উপগ্রহের সন্ধান মেলায় বৃহস্পতিই এখন শীর্ষে।
এমনিতেই সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সম্প্রতি জানা গিয়েছে, এহেন গ্রহরাজের কক্ষপথে ঘুরছে আরও ১২টি গ্রহ! সম্প্রতি এগুলির সন্ধান পেয়েছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। এই নতুন তথ্য প্রকাশ্যে আসার পরে স্বভাবতই শনির মুকুট কেড়ে নিতে চলেছে বৃহস্পতি। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, বৃহস্পতিকে কেন্দ্র করে এর কক্ষপথে নতুন করে পাওয়া ওই ১২টি উপগ্রহ-সমেত মোট ৯২টি উপগ্রহ রয়েছে।