শনিবার দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় সপারিষদ গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটা থেকে মাটি সংগ্রহ করেন তিনি। “আমার মাটি আমার দেশ” কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লির কর্তব্যপথ বাগানে। এদিন দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাসভবনে, সেখানকার লাইব্রেরি রুম ঘুরে দেখেন তিনি। সেখানকার ভিজিটার্স বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখে রাখেন।
জেপি নাড্ডার সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সেখানে এক জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সর্বভারতীয় সভাপতি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ‘মেরি মাটি মেরা দেশ’ নামে একটি প্রচার কর্মসূচির আয়োজন করছে। মূলত স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্টদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান। দেশের বিশিষ্টর গ্রামের মাটি নিয়ে আসা হবে দিল্লিতে। একটা বিশেষ অনুষ্ঠান হবে সেখানে।
হাওড়া জেলায় রূপনারায়ণ নদীর তীরে ছবির মতো সুন্দর সেই গ্রাম দেউলটি কলকাতা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।