Journalist Killed: বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! এলাকায় আতঙ্ক…

 সাতসকালে সটান বাড়িতে ঢুকে পড়ল ৪ অজ্ঞাতপরিচয় ব্য়ক্তি! তারপর? দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক। ঘটনাস্থল, বিহারের আরারিয়া জেলা।

পুলিস সূত্রে খবর, মৃত সাংবাদিকের নাম বিমল যাদব। বিহারের প্রথমসারির হিন্দি সংবাদপত্রে কর্মরত ছিলেন তিনি। থাকতেন আরারিয়া জেলার রানিগঞ্জ এলাকায়।

কীভাবে খুন? ঘড়িতে তখন সাড়ে ৫টা। এদিন ভোরে বাড়িতে হাজির হয় আততায়ীরা। এরপর কলিং কলের আওয়াজে যখন দরজা খোলেন, তখন খুব কাছ ওই সাংবাদিকের বুকে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, ২০০৯ সালে বিমলের ভাইকেও খুন করে অভিযুক্তরা। সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন বিমলই। শুধু তাই নয়,বয়ান বদলানোর জন্য নাকি চাপ দেওয়া হচ্ছিল তাঁকে! সাংবাদিক খুনে শোকপ্রকাশ করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। খবর পাওয়া মাত্র কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছি’।

এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান।সম্প্রতি ‘অন্যন্য রাজ্য়ের তুলনা বিহারে অপরাধ’ বলে মন্তব্য করেছিলেন নীতীশ কুমার। চিরাগ বলেন, ওঁর সেইসব পুলিসকর্মী পরিরারকে পরিসংখ্যান দেখানো উচিত, যাঁরা পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়েছেন। নিহত সাংবাদিকের পরিবারের লোককেও দেখানো উচিত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.