Jounior, Doctor, অপমান! স্বাস্থ্য সচিবের পাঠানো ই-মেইলে সাড়া দিলো না জুনিয়ার চিকিৎসকরা, জানালো চলবে অবস্থান

স্বাস্থ্য সচিবের পাঠানো ই- মেইল বার্তায় সাড়া দিলো না আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। তাদের যেভাবে ডাকা হয়েছে তা অত্যন্ত অপমানজনক বলে দাবি করেছেন তারা। জানিয়ে দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন জুনিয়ার চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ই- মেইল বার্তা পাঠিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। তিনি ই- মেইল বার্তায় ডাক্তারদের জানিয়েছেন, সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকের জন্য তাদের ১০ জন প্রতিনিধি মঙ্গলবার রাতেই নবান্ন আসতে পারেন। এরপরই আন্দোলনকারীদের তরফে সাংবাদিক বৈঠক থেকে ই- মেইলের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশীষ হালদার বলেছেন, আমরা প্রথম থেকে আলোচনার পথ খোলা রেখেছি। কিন্তু যেভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে তা অত্যন্ত অপমানজনক। চিঠিতে লেখা হয়েছে, রেস্পেক্টেড স্যার। কিন্তু শুধু স্যারেরা নয়, ম্যাডাম’রাও আন্দোলন করছেন। তাদের বাদ রেখে আমরা কিভাবে একা যাব? এখানেই শেষ নয়, আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের বক্তব্য, আমরা তো স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ চেয়েছি, তাহলে তাদের কাছ থেকে আসা ই- মেইলের গুরুত্ব কী আছে? নবান্ন থেকে আমাদের কাছে সরাসরি কোনো ই- মেইল আসেনি।

আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। লালবাজারে পুলিশ কমিশনার অপসারণের দাবিতে যেভাবে রাতভর আন্দোলন চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। আরজিকর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, না হলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার চাইলে ব্যবস্থা নিতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা কর্ম বিরতিতে অনড়। এই পরিস্থিতিতে সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের ই-মেইল বার্তা পাঠিয়েছেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। তিনি ই- মেইল বার্তায় ডাক্তারদের জানিয়েছেন, সরকারি শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকের জন্য তাদের ১০ জন প্রতিনিধি মঙ্গলবার রাতে নবান্নে আসতে পারেন।

এরপর সেই বার্তা প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি আলোচনার ইচ্ছা থাকতো তাহলে অনেক নমনীয় ভাবে ডাকা যেত। এভাবে অপমানজনকভাবে আমাদের ডাকা আন্দোলনের স্পিরিটকে আঘাত করে। প্রপার কোনো ই- মেইল বা বয়ান আসুক, তখন ভেবে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.