শুক্রবার ভার্চুয়ালি জোকা-তারাতলা মেট্রোর যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। মা হীরাবেনের মৃত্যুর জন্য তিনি অনুষ্ঠানে থাকতে পারেননি। উদ্বোধন গেলেও জোকা-তারাতলা মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হবে ২ জানুয়ারি সোমবার থেকে। শনিবার ট্রেনের সময়সূচি জানিয়ে দিল মেট্রো রেল। পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনি ও রবিবার চলবে না জোকা-তারাতলা মেট্রো।
আপতত ৬ আপ ও ৬টি ডাউন ট্রেন চলবে। একটাই রেক রয়েছে। সেটিই রোটেশনে পরিষেবা দেবে। একদিকের প্ল্যাটফর্ম দিয়েই দুদিকের পরিষেবা দেওয়া হবে। কারণ তারাতলায় প্ল্যাটফর্ম বদল করার জন্য কোনও ওয়াই লাইন নেই। তারাতলা থেকে জোকা পর্যন্ত থাকবে ৬টি স্টেশন। এগুলি হল তারাতলা, বেহালাবাজার, বেহালা চৌরাস্তা, সখেরবাজার, ঠাকুরপুকুর ও জোকা।