বাংলার আকাশে উড়ল মার্কিন যুদ্ধ বিমান ইউএস ফাইটার। সোমবার ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের সঙ্গে মার্কিন যুদ্ধবিমানের যৌথ মহড়া হল। এদিন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে ‘কোপ ইন্ডিয়া ২০২৩’ উপলক্ষে একযোগ মহড়া করতে দেখা গেল একাধিক মার্কিন ও ভারতীয় যুদ্ধবিমানকে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এদিনের মহড়ায় তেজস, রাফায়েল, জাগুয়ার, এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের সঙ্গে আমেরিকার এফ-১৫ এর মতো শক্তিশালী যুদ্ধবিমান মহড়ায় ঝড় তোলে।
তবে এই যৌথ মহড়া নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি পেন্টাগনের তরফে ভারতীয় সেনা প্রসঙ্গে বলা হয়, “ভারতের সঙ্গে নিজেদের অংশীদারিত্ব উপভোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ভারতীয় সামরিক বাহিনীর সাথে আমাদের সম্পর্ক আরও ভালো এবং গভীর করতে চাই। আগামী দিনেও এভাবেই আমাদের কাজ অব্যাহত থাকবে।”