শহরে বসবাস করলেও পান করতে হয় খালের জল। বঞ্চিত বিভিন্ন সরকারি পরিষেবা থেকে। ঝাড়গ্রাম পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা এলাকায় পানীয় জলের তীব্র সংকট। নহড় খালের জল ব্যবহার করেন ওই এলাকার বাসিন্দারা। তালডাঙ্গা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ২৫টি পরিবার বসবাস করেন। কিন্তু ওই এলাকায় না আছে রাস্তা, না আছে পানীয় জলের ব্যবস্থা। অথচ তারা শহরের বাসিন্দা।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি নহড়খালের উপর সেতু নির্মাণের তাও হয়নি। স্বাধীনতার ৭৫ বছর পরেও বঞ্চিত পরিস্রুত পানীয়জল থেকে। খালের জল একমাত্র ভরসা তাঁদের। বর্ষা কালে খালে জল ভরে গেলে দেখা দেয় তীব্র জল সংকট।
দুই কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হয় পানীয় জল। এলাকায় পাম্প বসানো হলেও তাতেও ঘোলা জল পাওয়া যায়। পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাটুকু করেনি, ঝাড়গ্রাম পৌর প্রশাসন। ওই এলাকার বাসিন্দা কিষান হাঁসদা ও সুকুর মনি মুর্মু বলেন, ‘আমাদের এলাকায় উন্নয়ন বলে কিছু হয়নি। হয়নি খালের উপর সেতু ,পানীয় জলেরও ব্যবস্থা নেই। একটি ট্যাপ বসানো হয়েছিল তাতে যে জল বের হয় সেই জলে রান্না করলে রান্না নষ্ট হয়ে যায় এবং সেই ঘোলা জল খেলে অসুখ-বিসুখ হয়। তাই আমরা নহড় খালের জল ব্যবহার করি’।