অবাধ্য হাতিকে বাগে আনতে ছোড়া হল ঘুমপাড়ানি গুলি। হাতি ঘুমিয়ে পড়লে পরে তাকে তুলে নিয়ে ছাড়া হবে জঙ্গলের অন্যত্র। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব যেভাবে চলছে, তাতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। দুদিন আগে ঝাড়গ্রামের কাজলা গ্রামে একজন ব্যক্তির মৃত্যু হয় হাতির আক্রমণে। শেষমেশ বন দফতর তৎপর হয়।
আজ ঝাড়গ্রামের কাজলা গ্রামের একটি জঙ্গলে ওই হাতিটিকে চিহ্নিত করে সেটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হয়। ভোর ৪টে থেকে চেষ্টা করে সকাল ৮ টা নাগাদ ট্রাঙ্কুলাইজ করার কাজ শেষ হয়। টিমটি শেষমেশ তাদের কাজে সফল হয়। হাতিটিকে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার চিকিৎসা করে অন্যত্র ছাড়া হবে এটিকে। অন্তত তেমনই জানিয়েছে বন দফতর।
কিন্তু বিপর্যয়ের তখনও বাকি ছিল। ট্রাঙ্কুইলাইজ করা সেই হাতির মৃত্যুর খবর এল। অনুমান, ঘুমপাড়ানি গুলি ছুড়তে গিয়ে ট্রাঙ্কুইলাইজারের মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয় হাতিটির। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ডিএফও, সিসিএফ।