JEE Main 2022 Result: প্রকাশ হল দ্বিতীয় সেশনের রেজাল্ট, কীভাবে দেখবেন ফলাফল?

প্রকাশিত হল JEE Mains 2022-র Session 2-র ফলাফল। বিষয়টি নিয়ে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে আজ সকালে ফলাফল ঘোষণা করা হয়। এনটিএ-র জেইই ওয়েবসাইট – jeemain.nta.nic.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর মোট ৬.২৯ লাখ পড়ুয়া জেইই মেন পরীক্ষায় বসেন। গত ২৫ থেকে ৩০ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দেশব্যাপী। এর আগে গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার ফাইনালের (সেশন ২ এর বিই ও বিটেক পেপার) প্রশ্নের ‘অ্যানসার কি’ প্রকাশ করেছিল এনটিএ।

কীভাবে JEE Main result 2022 Session 2-র রেজাল্ট দেখবেন?

> JEE Main-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in বা National Testing Agency NTA – Exam Result Portal-র ওয়েবসাইট ntaresults.nic.in-তে যান।

> ‘JEE(Main) Session 2-2022’ লিঙ্কে ক্লিক করুন।

> অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

> কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

JEE Main-র দুটি সেশন মিলিয়ে যে প্রার্থীরা প্রথম ২.৫ লাখ স্থানে থাকবেন, তাঁরা দিতে পারবেন JEE Advanced 2022 পরীক্ষা। জেইই অ্যাডভান্সডের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলবে আগামী বৃহস্পতিবার (১১ অগস্ট) পর্যন্ত। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অগস্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.