Jammu and Kashmir: রজৌরির সেনা চৌকিতে ফিদায়েঁ হামলা, নিহত তিন জওয়ান, পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি


জম্মু ও কাশ্মীরে ফের আক্রান্ত সেনাচৌকি। বৃহস্পতিবার সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছিন তিন সেনা জওয়ান। আহত আরও তিন। সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে তিন জঙ্গিও।

রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’’

সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা দুই জঙ্গি আদতে আত্মঘাতী (ফিদায়েঁ) বাহিনীর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তারা পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য। তবে ওই এলাকায় সাম্প্রতিক সময়ে জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.