জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাাপাতালের ছয় তলা থেকে এক রোগীর ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। জখম যুবকের কিছুক্ষণ পর মৃত্যু হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মৃত রোগীর নাম সন্তোষ শাহ (২৮)। বাড়ি ডুয়ার্সের বানারহাট স্টেশন রোডের মাগুর বস্তি এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃতের পরিবারের দাবি, সন্তোষ সুস্থ হয়ে গিয়েছিল। এদিন ছুটি হওয়ার কথা। এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। তদন্তের দাবি জানায় পরিবার। জ্বর হওয়ার মঙ্গলবার সন্তোষকে হাসপাতালে ভর্তি করায় পরিবার। ছয় তলায় ছেলেদের ওয়ার্ডে ভর্তি ছিল সন্তোষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শৌচাগারে যাওয়ার কথা বলে ওয়ার্ডের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই রোগী। হাসপাতালের কড়া নিরাপত্তা এড়িয়ে কিভাবে ওই রোগী জানালা দিয়ে ঝাঁপ দিল তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালের জরুরি বিভাগের টিনের ছাউনিতে ওই রোগী ঝাপ দিয়েছিল। টিনের ছাউনি ভেঙ্গে পড়ে গুরুত্বর জখম হন। এরপর হেঁটে আবার হাসপাতালে ভিতরে পৌঁছয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় বলে দাবি।
মৃতের দিদি মুন্নি শাহ বলেন, “সুস্থ হয়ে গিয়েছিল ভাই। কিভাবে এই ঘটনা ঘটলো তা জানতে তদন্তের দাবি জানাই। এমএসভিপি কল্যাণ খান বলেন, “মৃতদেহের ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”