বর্ষবরণ উৎসবের আগে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি আবগারি দফতর। বুধবার শহর লাগোয়া একাধিক চা বাগানের হাড়িয়া ও চোলাই তৈরির ঠেকে অভিযান চালায় আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা। বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হাড়িয়া ও চোলাই নষ্ট করা হয়। আবগারি দফতর সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়াঝাড়, রংধামালি, নয়নতারা, ভাণ্ডিগুড়ি সহ একাধিক চা বাগানে চলে এই অভিযান। তৈরি করা প্রায় ৫০ লিটার চোলাই নষ্ট করা হয়েছে। অন্যদিকে চোলাই ও হাড়িয়া বানানোর ৬০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ নষ্ট করা হয়। এছাড়া নেশার সামগ্রী তৈরি করাদ ৩৫০ লিটার কাঁচা সামগ্রী, ৭০০ কেজি গুড় ও হাড়িয়া মজুত করার একাধিক হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
আবগারি বিভাগের সদর ওসি সুমন মণ্ডল বলেন, “একাধিক চা বাগানে চোলাই ও হাড়িয়ার কারবার চলছিল এরকম অভিযোগ এসেছিল। এদিন বিশেষ দল গঠন করে চা বাগানে অভিযান চালানো হয়। তৈরি করা প্রচুর চোলাই সহ বিভিন্ন সামগ্রী নষ্ট করা হয়েছে। হাড়িয়া তৈরি করার হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়। এই অভিযান চলবে।”