জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল। পঞ্চায়েত ভোটের আগে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপির জেলা সভাপতি। বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকায়। পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচার সেরে গতকাল রাতে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন জেলা সভাপতি, সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা।
অভিযোগ, অন্ধকার এলাকায় চলন্ত গাড়িতে বাপিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পর পর দুটি গুলি চালানো হয়েছে। গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে গেছে এবং তাতে গুলির চিহ্ন লক্ষ্য করা গেছে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরেই গাড়ি নিয়ে সোজা কোতোয়ালি থানায় চলে আসেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ দলের নেতা কর্মীরা।
বাপিবাবু অভিযোগ করে বলেন, দলীয় প্রচার সেরে বাহাদুর এলাকা থেকে মোহিত নগরের নিজের বাসভবনে ফিরছিলেন। বাহাদুর এলাকায় কোল্ড স্টোরেজ পেরিয়ে আসার পরেই হঠাৎ তার গাড়িতে বিকট আওয়াজ হয়। গাড়ির গতি একটু ধীরে করতেই গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা থানায় চলে আসি। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। জানি পুলিশ কিছুই করবে না।”
এদিকে বাপি গোস্বামীর যে গাড়িতে গুলি লেগেছিল ওই গাড়ি থানায় রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য গাড়িটি থানায় রাখা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির কাঁচের জানালার যে অংশ ভেঙ্গে গিয়েছে ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে সেটি আসলে গুলির চিহ্ন নাকি ঢিলের চিহ্ন। আর যদি বন্দুকের গুলি চালানো হয়ে থাকে কোনো বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় খবর পেয়ে রাতেই থানায় ছুটে আসেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি (সদর) সমীর পাল, আইসি অর্ঘ্য সরকার। ডিএসপি (সদর) সমীর পাল বলেন, “বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হচ্ছে।”