১৪ বছর বয়সী এক থ্যালাসেমিয়া রোগীর জন্য খুব দ্রুত ‘এ’ নেগেটিভ রক্তের প্রয়োজন হয় জলপাইগুরি সুপার স্পেশালিটি হাসপাতালে। বিষয়টি জানতে পেরে মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন জলপাইগুড়ি জেলা পুলিস সুপার।
পুলিস সুপারের এই মানবিক দৃষ্টান্তের কথা ছড়িয়ে পরতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন জলপাইগুড়ি শহরের সমাজকর্মীরা। যদিও বিষয়টিকে নিজের কর্তব্য বলেই মনে করেন জেলা পুলিস সুপার বিশ্বজিৎ মাহাত।
থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক নাবালকের জন্য রক্তের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে জলপাইগুড়ি মহিলা সঙ্ঘ সমিতির সেক্রেটারি সুচিত্রা সেনগুপ্ত ফোন করেন ফাইট ব্যাক কোভিড গ্রুপের কর্নধর তন্ময় সেনগুপ্তকে। এভাবেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে খোঁজ চলতে থাকে রক্তের।