শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে হয়। কিন্তু এখন অনেকেই তা জানে না, বিশেষ করে ছোটরা। তাই ছোট থেকে শিশুদের নিজেদের ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্য ঝাড়গ্রাম শহরে প্রথমবার অনুষ্ঠিত হল ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে “বালকা কাবড় যাত্রা” অর্থাৎ বালকদের বাঁকে জল নিয়ে যাত্রা।
রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার হনুমান মন্দির থেকে বাঁকে করে জল নিয়ে খুদেরা প্রায় দু’কিলোমিটার রাস্তা হেঁটে বলরামডিহি এলাকার লক্ষ্মীনারায়ণ মন্দিরে অবস্থিত শিব মন্দিরে জল ঢালে। খুদেদের এই যাত্রায় দুই জনকে শিব ও পার্বতী সাজানো হয়েছিল। ছোট ছোট শিশুদের সঙ্গে ছিল তাদের মায়েরা।
এরকমই একজন মা সঙ্গীতা আগরওয়ালা। তিনি বলেন, “আমাদের ধর্মীয় সংস্কৃতি আচার-আচরণ ও রীতিনীতি ছোট্ট থেকেই শিশুদের শেখানো উচিৎ, সেই কারণেই আমাদের আজকের এই উদ্যোগ। শ্রাবণ মাসে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালি, এটা আমাদের ধর্মীয় সংস্কৃতি। তার সঙ্গে পরিচয় ঘটানোর জন্য এই প্রথমবার বালকা কাবড়া যাত্রার আয়োজন করা হয়েছে। প্রায় ৬৫ থেকে ৭০ জন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আগামী দিনে আরও ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। আমরা চাইবো ঝাড়গ্রামে এই প্রথম শুরু হলেও প্রতিবছর শ্রাবণ মাসে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার।
প্রসঙ্গত, পড়াশোনার চাপে, মোবাইল ব্যবহারের ফলে দিনে দিনে ধর্মীয় সংস্কৃতির সঙ্গে যথেষ্ট দূরত্ব সৃষ্টি হয়েছে বর্তমান প্রজন্মের। সেই জায়গায় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।