দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল জৈইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা জঙ্গিরা। কিন্তু, সন্ত্রাসবাদীদের হামলার ছক বানচাল করে দিয়েছে সুরক্ষা বাহিনী। বুধবার কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। এদিন শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীরে) বিজয় কুমার জানিয়েছেন, পাম্পোরের বাসিন্দা ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অবন্তীপোরা পুলিশ, জঙ্গি সংগঠন জৈইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য তারা, জাতীয় সড়কে আইইডি হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের, উত্তর কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরক। ধৃত ৪ জনের নাম-সাহিল নাজির (বিএ প্রথম বর্ষের ছাত্র), কায়সার আহমেদ, মহম্মদ ইউনিস ফায়াজ এবং ইয়াসির ওয়ানি।
আইজিপি আরও জানিয়েছেন, পাম্পোরের মিউনিসিপাল কমিটি বিল্ডিংয়ে ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলার ছক বানচাল করেছে অবন্তীপোরা পুলিশ। এক্ষেত্রেও উত্তর কাশ্মীর থেকে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল। পুলিশের জালে ধরা পড়েছে ৪ জন লস্কর জঙ্গি, যথাক্রমে উমর খান্ডে, মুসাইব আহমেদ গোজরি আহমেদ, মুনীব মুস্তাক এবং শাহিদ সোফি।
2021-03-10