যাদবপুরে ছাত্রের মৃত্যুর ব্যাপারে যথাযথভাবে তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির দাবি করল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)। এই সঙ্গে তাঁদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার আবুটা-র যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থানীয় শাখার আহ্বায়ক দেবব্রত বেরা জানান, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্রাবাস থেকে ঝাঁপ দিয়ে মৃত প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রাবাসের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা ৱ্যাগিং সম্পর্কে অবহিত থাকা সত্বেও কোনো ব্যবস্থা নেয়নি।
নিজেদের গদি বাঁচাতে তাঁরা এধরণের অপকর্মে লিপ্ত থাকা ছাত্রদের একটি প্রভাবশালী অংশকে নীরব থেকে প্রশ্রয় দিয়েছেন। এমন মর্মান্তিক ঘটনার দায় প্রশাসকেই নিতে হবে।”