বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের পানিপথে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু হল ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার একই পরিবারের ছয় জনের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মহম্মদ করিম (৪০), আফরোজা (৩৫), তার দুই মেয়ে ইসরত (১৮), রেশমা (১৪) ও দুই ছেলে আব্দুস (১০) আফান (৬)। প্রায় তিন বছর আগে পানিপথে কার্পেট কারখানায় কাজে যোগ দেন মহম্মদ করিম। তিনি পানিপথে একটি ভাড়া বাড়িতে পরিবারকে নিয়ে থাকতেন।
মহম্মদ করিমের বাবা মহম্মদ সুলতান জানিয়েছেন, রাতে ছেলের সাথে শেষ ফোনে কথা হয়েছিল। আজ বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল। সকালে খবর আসে গ্যাস সিলিন্ডার বাস্ট করে গোটা পরিবার মারা যায় বলে তিনি তার ছোটো ছেলের মাধ্যমে ফোনে জানতে পারেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। তবে
মৃতদেহগুলি পানিপথে ময়নাতদন্তের পর নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।