ভারতীয় ক্রিকেটে এখন নতুন চল কোচ গৌতম গম্ভীর যা বলবেন, তাঁর সহকারীরা সুযোগ পেলেই গলা ফাটিয়ে সেগুলো সমর্থন করবেন। কখনও বা কয়েক পা এগিয়ে আরও এমন কিছু বলবেন, যাতে কোচ খুশিতে ডগমগ করেন।
আড়াই দিনে ইডেনে হেরে গম্ভীর পিচকে ঢালাও সার্টিফিকেট দিয়ে দলের ক্রিকেটারদের সমালোচনা করেছিলেন। গুয়াহাটি এসে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক সেগুলো সমর্থন করে বলেছিলেন, দোষ তাঁরও। নিজেই নিজেকে প্রশ্ন করে বলেছিলেন, তিনি রয়েছেন কী করতে? একই পথে হাঁটলেন রায়ান দুশখাতে।
ভারতীয় দলের সহকারী কোচকে গুয়াহাটিতে প্রথম দিনের খেলার পর সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছিল। সেখানে তিনি বলেছেন, পিচ দিয়ে কিছু যায়-আসে না। ভাল খেললে সর্বত্র জেতা যায়। তাঁর বিশ্বাস, ভাল খেললে ইডেনেও ভারতই জিতত। দুশখাতে বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি, কে জিতবে, সেটা পিচ দিয়ে ঠিক হয় না। কলকাতায় ভাল খেললে ওই উইকেটেও আমরাই জিততাম।’’
‘ওই উইকেট’ বলার অর্থ তা হলে কী? ইডেনের পিচ খারাপ ছিল, সেটাই কি নিজের অজান্তে বলে ফেললেন দুশখাতে। হয়তো তাই। কারণ এর পরেই তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়েছে কলকাতার পিচের থেকে এটা সম্পূর্ণ আলাদা। আমরা আরও ভাল উইকেট আশা করছিলাম। আমার প্রথমে মনে হয়েছিল এই উইকেটে তেমন প্রাণ নেই। কিন্তু ট্রিস্টান স্টাবসকে (দক্ষিণ আফ্রিকার ব্যাটার) বলতে শুনেছি যে, রান করা বেশ কঠিন ছিল।’’
দ্বিতীয় দিনই হয়তো ভারতকে ব্যাট করতে হবে। তাই সহকারী কোচ চাইছেন, উইকেট যেন এখনই না ভাঙে। বলেছেন, ‘‘আমার মনে হয় না যে, গুয়াহাটির পিচ এখনই খারাপের দিকে যাচ্ছে। আশা করি এখনই উইকেট ভাঙবে না। দুই দলই যেন প্রথম ইনিংসের রান কাজে লাগাতে পারে।’’
খেলা শেষ হয়ে যাওয়ার পর পিচ দেখে দুশখাতের মনে হয়েছে, জুতোর কিছু দাগ এবং বলের ছোট দাগ আছে। কিন্তু উইকেটে ফাটল ধরার মতো কিছু নেই। তাঁর আশা এটা এরকমই থাকবে।

