ITR Filing 2021-22: আয়কর রিটার্ন জমার সময়সীমা কি বাড়ানো হচ্ছে? জেনে নিন সাম্প্রতিক আপডেট

1/4আয়কর রিটার্নের সময়সীমা কি বাড়ানো হবে? তা নিয়ে দিনকয়েক ধরে জল্পনা চলছে। সেই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

তারইমধ্যে সোমবার আয়কর দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইটি রিটার্ন ফাইল না করলে জরিমানা গুনতে হবে। (ছবিটি প্রতীকী)
2/4তারইমধ্যে সোমবার আয়কর দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইটি রিটার্ন ফাইল না করলে জরিমানা গুনতে হবে। (ছবিটি প্রতীকী)
সোমবার টুইটারে আয়কর দফতরের তরফে বলা হয়েছে, 'প্রিয় করদাতারা, একটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর দাখিলের শেষদিন হল আগামী ৩১ ডিসেম্বর। অপেক্ষা করবেন না। আজই আয়কর রিটার্ন দাখিল করুন।' (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @IncomeTaxIndia)
3/4সোমবার টুইটারে আয়কর দফতরের তরফে বলা হয়েছে, ‘প্রিয় করদাতারা, একটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর দাখিলের শেষদিন হল আগামী ৩১ ডিসেম্বর। অপেক্ষা করবেন না। আজই আয়কর রিটার্ন দাখিল করুন।’ (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @IncomeTaxIndia)
গত শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত আইটি রিটার্ন ফাইল করা হয়েছে ৩,৭১,৭৪,৮১০ টি। সেদিনই ৬,৯১,৩৩৮ রিটার্ন জমা পড়েছিল। (ছবিটি প্রতীকী)
4/4গত শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত আইটি রিটার্ন ফাইল করা হয়েছে ৩,৭১,৭৪,৮১০ টি। সেদিনই ৬,৯১,৩৩৮ রিটার্ন জমা পড়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.