গত জিসেম্বরে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রিতে নেমেছিল। মরশুমে এখনও পর্যন্ত সেটাই শীতলতম দিন। সেই পর্যায়ে না পৌঁছলেও আজ কলকাতায় অনেকটাই কমতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। এর জেরে জানুয়ারির শীতলতম দিন হতে পারে আজই। আর এরপরই পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝায় ফের কয়েকদিন দেখা মিলবে না শীতের। আগামী ৪৮ ঘণ্টাতেই ঠান্ডা আবহাওয়া বদলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ৬ জানুয়ারি থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঠান্ডা অনেকটাই কমে যাবে।
সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজকে এর থেকেও কমতে পারে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রিতে থাকবে। মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা একেবারেই নেই। তবে সপ্তাহ শেষে দেখা মিলতে পারে হালকা বৃষ্টির।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, শীতের দীর্ঘস্থায়ী ইনিংসের পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ঝঞ্ঝা কাটলেও ফের শীতের দেখা মিলবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই বিষয়ে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “টানা ঠান্ডা পেতে হলে দুই ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক থাকতে হয়। সেই জন্যই গত ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর একটানা শীতের আমেজ পেয়েছে কলকাতা।’ তবে আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ও পরে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে শীত। এর ফলে ঝঞ্ঝার প্রভাব কাটলেও শীত ফিরবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না।