ঠিক কোন মুহূর্তে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে তার মহেন্দ্রক্ষণ এবার প্রকাশ্যে এলো। জানা গেল প্রাণ প্রতিষ্ঠার দিন আর কী কী অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কেও। উত্তরপ্রদেশের যোগী প্রশাসন প্রাণ প্রতিষ্ঠা উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। প্রথম দফার প্রস্তুতি শুরু হয়েছে, ১৯ নভেম্বর রবিবার থেকে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
প্রস্তুতি পর্বের অনুষ্ঠানের আয়োজনের একটি রূপরেখা তৈরি হয়েছে। এর জন্য গঠিত হয়েছে একটি কমিটি। জেলা এবং ব্লক স্তরে একটি দল গঠন করে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা ঠিক হয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতির দায়িত্ব নিয়েছে সঙ্ঘ পরিবার। অনুষ্ঠানের প্রস্তুতি চারটি পর্বে ভাগ করা হয়েছে।
সূত্রের খবর, রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বৈদিক আচার অনুষ্ঠান শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। অর্থাৎ মূল অনুষ্ঠানের সাত দিন আগে থেকে। বারানসীর বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২ জানুয়ারি ২০২৪- এর উদ্বোধনের আগে অনুষ্ঠানের মূল আচার অনুষ্ঠান করবেন। জ্যোতিষী এবং বৈদিক পুরোহিতদের সাথে পরামর্শ করার পর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ২২ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১২. ৪৫ এর মধ্যে রামলালাকে গর্ভ গৃহে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ২২ জানুয়ারি ঠিক দুপুর ১২.২০ তে অভিজিৎ মুহূর্ত মৃগরাশি নক্ষত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য রবিবার সংঘ পরিবার একটি বৈঠকও করেছে। সেখানে উপস্থিত প্রত্যেককে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব গুলিকে চারটি পর্বে ভাগ করার বিষয় একমত হয়েছে।
ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, অনুষ্ঠানের প্রস্তুতির প্রথম ধাপ শুরু হয়েছে ১৯ নভেম্বর, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এর জন্য ১০ জনের একটি দল গঠন করা হয়েছে। তাদের মধ্যে থাকবেন সেবায়েতরাও। এই দলগুলি ২৫০টি স্থান পরিদর্শন করবেন ও অনুষ্ঠানে আসার জন্য সকল মানুষের কাছে আবেদন করবেন।
দ্বিতীয় পর্ব শুরু হবে ১ জানুয়ারি থেকে। দ্বিতীয় পর্বে পূজিত অক্ষত রাম লালার মূর্তির ছবি এবং লিফলেট বিতরণ করা হবে ১০ কোটি পরিবারকে।
তৃতীয় পর্ব ২২ জানুয়ারি, প্রাণ প্রতিষ্ঠা দিবস। এদিন সারাদেশে কোনায় কোনায় উৎসব হবে।
চতুর্থ পর্বে দেশ জুড়ে ভক্তদের জন্য রাম লালার দর্শনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চতুর্থ পর্ব চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।