IT জমা, আধার-প্যানের কাজ – এবার রেল স্টেশনে বসেই করতে পারবেন, চালু হচ্ছে কিয়স্ক

1/7স্টেশন থেকেই মোবাইলে রিচার্জ করা যাবে। জমা দেওয়া যাবে বিদ্যুতের বিল। এমনকী আয়করও ফাইল করতে পারবেন। শীঘ্রই দেশের ২০০ টি রেল স্টেশনে এমনই পরিষেবা শুরু হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

রেলটেলের তরফে জানানো হয়েছে, কমন সার্ভিস সেন্টার ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় সেই পরিষেবা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7রেলটেলের তরফে জানানো হয়েছে, কমন সার্ভিস সেন্টার ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় সেই পরিষেবা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কমন সার্ভিস সেন্টারের কিয়স্ক থেকে যাত্রীরা সেই পরিষেবা পাবেন। যা তৈরি করবে রেলটেল। সেই কিয়স্কের নাম দেওয়া হয়েছে - ‘RailWire Saathi Kiosks’ (রেলওয়ার সাথী কিয়স্ক)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/7কমন সার্ভিস সেন্টারের কিয়স্ক থেকে যাত্রীরা সেই পরিষেবা পাবেন। যা তৈরি করবে রেলটেল। সেই কিয়স্কের নাম দেওয়া হয়েছে – ‘RailWire Saathi Kiosks’ (রেলওয়ার সাথী কিয়স্ক)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রেলটেলের তরফে জানানো হয়েছে, ট্রেন, বিমান, বাস-সহ পরিবহনের মাধ্যমে যাতায়াতের জন্য টিকিট কাটা যাবে। আধার কার্ড, ভোটার কার্ড সংক্রান্ত কাজ হবে। মোবাইল রিচার্জ করতে পারবেন যাত্রীরা। ব্যাঙ্কিং, বিমা, আয়কর, প্যানকার্ড সংক্রান্ত কাজও করা যাবে। আধার এবং প্যান কার্ডের ফর্ম পূরণ করতে পারবেন যাত্রীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7রেলটেলের তরফে জানানো হয়েছে, ট্রেন, বিমান, বাস-সহ পরিবহনের মাধ্যমে যাতায়াতের জন্য টিকিট কাটা যাবে। আধার কার্ড, ভোটার কার্ড সংক্রান্ত কাজ হবে। মোবাইল রিচার্জ করতে পারবেন যাত্রীরা। ব্যাঙ্কিং, বিমা, আয়কর, প্যানকার্ড সংক্রান্ত কাজও করা যাবে। আধার এবং প্যান কার্ডের ফর্ম পূরণ করতে পারবেন যাত্রীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পরীক্ষামূলকভাবে বারাণসী এবং প্রয়াগরাজে সেই কিয়স্ক চালু করা হয়েছে। পরবর্তীতে প্রায় ২০০ টি স্টেশনে সেই কিয়স্ক চালু করবে রেলটেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/7পরীক্ষামূলকভাবে বারাণসী এবং প্রয়াগরাজে সেই কিয়স্ক চালু করা হয়েছে। পরবর্তীতে প্রায় ২০০ টি স্টেশনে সেই কিয়স্ক চালু করবে রেলটেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, দক্ষিণ-মধ্য রেলের ৪৪ টি স্টেশন, উত্তর সীমান্ত রেলের ২০ টি স্টেশন, পূর্ব-মধ্য রেলের ১৩ টি স্টেশন , পশ্চিম রেলের ১৫ টি স্টেশন, উত্তর রেলের ২৫ টি স্টেশন, পশ্চিম-মধ্য রেলের ১২ টি স্টেশন, পূর্ব উপকূলীয় রেলের ১৩ টি স্টেশন এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৫৬ টি স্টেশনে সেই কিয়স্ক চালু করা হবে। রেলটেলের তরফে জানানো হয়েছে, মূলত গ্রামীণ এলাকার স্টেশনে সেই পরিষেবা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7প্রাথমিকভাবে ঠিক হয়েছে, দক্ষিণ-মধ্য রেলের ৪৪ টি স্টেশন, উত্তর সীমান্ত রেলের ২০ টি স্টেশন, পূর্ব-মধ্য রেলের ১৩ টি স্টেশন , পশ্চিম রেলের ১৫ টি স্টেশন, উত্তর রেলের ২৫ টি স্টেশন, পশ্চিম-মধ্য রেলের ১২ টি স্টেশন, পূর্ব উপকূলীয় রেলের ১৩ টি স্টেশন এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৫৬ টি স্টেশনে সেই কিয়স্ক চালু করা হবে। রেলটেলের তরফে জানানো হয়েছে, মূলত গ্রামীণ এলাকার স্টেশনে সেই পরিষেবা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রেলটেলের সিএমডি পুনীত চাওলা জানিয়েছেন, পরিকাঠামোর অভাবে গ্রামীণ এলাকার মানুষ বিভিন্ন ই-পরিষেবার সুবিধা ফায়দা নিতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই সেই পরিষেবা চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7রেলটেলের সিএমডি পুনীত চাওলা জানিয়েছেন, পরিকাঠামোর অভাবে গ্রামীণ এলাকার মানুষ বিভিন্ন ই-পরিষেবার সুবিধা ফায়দা নিতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই সেই পরিষেবা চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.