পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে বুধবার ইহুদি ধর্মাবলম্বীদের নিয়ে ইজরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির প্রার্থনা সভা করলেন। দাবি করলেন যুদ্ধ জয়ের। আর সেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়! সৌদি আরব, জর্ডন-সহ একাধিক দেশ গাভিরের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে।
প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের অংশ পূর্ব জেরুসালেম আদতে ইজ়রায়েল অধিকৃত অঞ্চল। সেখানেই রয়েছে সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র আল আকসা মসজিদ। আবার সেই চত্বরেই রয়েছে ইহুদিদের ধর্মস্থান টেম্পল মাউন্ট। ‘স্পর্শকাতর’ এই এলাকা ঘিরে অতীতেও একাধিক বার সংঘাতে জড়িয়েছে ইজরায়েল এবং প্যালেস্টাইন। ২০২০ সালে মসজিদের দখল ঘিরে সশস্ত্র প্যালেস্টাইনিদের লড়াই হয়েছিল ইজরায়েল সেনার। সে সময়ও হামাসের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল।
এই পরিস্থিতিতে বুধবার ইজ়রায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী আল আকসা চত্বরে দাঁড়িয়ে গাজ়ায় চূড়ান্ত বিজয়ের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার দু’বছর পার হওয়ার পর ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট এবং মুসলিমদের কাছে হারাম আল-শরিফ হিসেবে পরিচিত এই প্রাঙ্গণে ইজ়রায়েল জয়লাভ করছে।’’ তাঁর এই বিবৃতিতে ‘আরব ভাবাবেগ’ আহত হয়েছে বলে অভিযোগ করেছে সৌদি। রিয়াধের দাবি, মুসলিমদের তৃতীয় পবিত্রতম ধর্মস্থান অবৈধ ভাবে দখল করতে চাইছে ইজ়রায়েল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে আল আকসা পরিদর্শনে গিয়েছিলেন গাভির। সে সময় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ওয়েস্ট ব্যাঙ্ক স্বশাসিত কর্তৃপক্ষ প্রতিবাদ জানিয়েছিলেন।

