এজলাস চলছে পুরোদমে। বিচারপতিদের আসনে যথাক্রমে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বিচারালয়ের গুরুগম্ভীর পরিবেশের মধ্যে আচমকাই তারস্বরে বেজে উঠল মোবাইল। একলজন সেই ফোন ধরে কথা বলাও শুরু করলেন। তা দেখে হতবাক বিচারপতিরা। মেজাজ হারিয়ে ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। এজলাস চলাকালীন ফোন ব্যবহার করায় বিরক্ত প্রধান বিচারপতির সংশ্লিষ্ট আইনজীবীকে প্রশ্ন, ‘‘এটা কি বাজার?’’
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আদালতের কার্যপ্রক্রিয়ারও বদল এসেছে। করোনাপর্বের পর থেকে ভার্চুয়াল শুনানিও নতুন কিছু নয়। যদিও বুনিয়াদি কাঠামোর কোনও বদলই আসেনি। সোমবার সুপ্রিম কোর্টের একটি এজলাসে শুনানি করছিলেন প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা। কিন্তু সেখানে আচমকাই এক আইনজীবীর মোবাইল ফোন বেজে ওঠে। এতে বিরক্ত হন বিচারপতিরা। ঘটনা আরও ঘোরাল হয় ওই আইনজীবী ফোন ধরে এজলাসের মধ্যেই কথা বলতে শুরু করায়। আইনজীবীর কাণ্ড দেখে হতবাক হয়ে যান বিচারপতিরা। অবাক হন ঘরে উপস্থিত বাকিরাও। সেই বিরক্তি ধরা পড়ে প্রধান বিচারপতির গলায়। তিনি সঙ্গে সঙ্গে এজলাসের কাজ থামিয়ে দেন। তার পর সংশ্লিষ্ট আইনজীবীকে উদ্দেশ করে হিন্দিতে বলেন, ‘‘এটা কি বাজার যে আপনি ফোনে কথা বলে যাচ্ছেন?’’ তার পরেই আদালতের কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘‘ওঁর ফোনটি নিয়ে নিন।’’
এই ঘটনার পর প্রধান বিচারপতি বলেন, ‘‘ভবিষ্যতে অত্যন্ত সতর্ক থাকবেন। বিচারকেরা সব কিছু দেখতে পান। আপনি হয়তো ভাবছেন আমি নথি পড়ছি, কিন্তু মনে রাখবেন, সেই সময়ও আমার চোখ চার দিকে ঘুরে বেড়াচ্ছে।’’