টি টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। এখন ইডেনে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামবে রোহিতের টিম ইন্ডিয়া। অনেক বিশেষজ্ঞই মনে করছেন তাহলে কি ইডেনে তৃতীয় এবং শেষ ম্যাচে প্রথম একাদশে বদল করবেন রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জুটি? যদিও প্রথম একাদশ নিয়ে জল্পনা চলছে। কিংবন্তি ক্রিকেটার সুনীল গাভসকর মনে করেন
তিনি বলেছেন, ‘মহম্মদ সিরাজের চোট থাকায় হার্ষাল প্যাটেলকে কে দেখার একটা সুযোগ হয়েছিল। দেখে নেওয়া গিয়েছিল যে সে আইপিএলে যা করেছিল সেটা সে আন্তর্জাতিক স্তরে করতে পারে কিনা।’ তিনি আরও প্রশ্ন করেন, গাভাসকর বলেন, ‘প্লেয়িং ইলেভেনে একটি পরিবর্তন হয়তো চোটের কারণে হয়েছিল। কিন্তু এবার কি হবে? রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা কি আবেশ খানের মতো অন্যদের দেখতে চাইবেন এবং ঋষভ পন্তের জায়গায় ইশান কিষাণকে খেলাতে চাইবেন?’ ট্রেন্ডিং স্টোরিজ
রাঁচির ম্যাচে মহম্মদ সিরাজের চোট হার্ষাল প্যাটেলের মতো তরুণ বোলারের সামনে দরজা খুলে দিয়েছিল। আইপিএলে খুবই সুন্দর বোলিং করেছিলেন হর্ষল। সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে ‘পার্পল ক্যাপ’ জিতেছিলেন। এ বার দেখিয়ে দিল, আন্তর্জাতিক মঞ্চেও ও কী করতে পারে। স্লোয়ার ডেলিভারিগুলো দারুণ ভাবে মিশিয়ে দিচ্ছিল ও। হার্ষালের বিশেষ বল কিন্তু ওই স্লোয়ার ডেলিভারিই। দারুণ রপ্ত করেছে এই বলটা। এবার আবেশ খান ও ইশান কিষানকে দেখে নেওয়ার কথা জানালেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘ইডেন গার্ডেন্সে অধিনায়ক রোহিত শর্মার টেস্ট অভিষেক সহ বেশ কিছু দর্শনীয় অভিষেক হয়েছে, তাই চূড়ান্ত টি-টোয়েন্টিতে নতুন মুখ দেখে অবাক হবেন না।’