পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রসচিব নিয়োগে অনিয়মের প্রকাশ্য অভিযোগ এনে বিষয়টি কেন্দ্রের নজরে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার। মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডেলে এ ব্যাপারে প্রতিবাদের জন্য আবেদন করেছেন রাজ্যের আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতিকে। সেই বার্তা যুক্ত করেছেন কেন্দ্রীয় সচিবালয় পরিষেবার সংগঠনকে (সিএসএস ফোরাম)। দৃষ্টি আকর্ষণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গাউবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগের (ডিওপিটি) সচিব এস রাধা চৌহানকে।
শুভেন্দুবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গে অবৈধভাবে নিযুক্ত ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারকে নিশ্চিত ভাবে বিনামূল্যে দৌড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখন ১৩ জন অতিরিক্ত মুখ্য সচিব এবং আরও ৫ জন প্রিন্সিপাল সেক্রেটারিকে টপকে অবৈধভাবে তাঁদের চেয়ে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিকদের জন্য নির্ধারিত পদগুলি জেনারেল স্ট্যাটুটরি রুলসে জানানো হয়েছে।”
এর ধারা, উপধারার উল্লেখ করে শুভেন্দুবাবু লিখেছেন, “সরকারি বিজ্ঞপ্তিগুলিতে স্পষ্টভাবে লেখা আছে যে স্বরাষ্ট্র সচিব, অর্থাৎ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের প্রধানকে ‘লেভেল ১৭’-এর একজন কর্মকর্তা
অর্থাৎ একজন অতিরিক্ত মুখ্য সচিব হতে হবে। এটা অনুযায়ী নন্দিনী চক্রবর্তীর এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ৷
একইভাবে, মমতা সরকার প্রচুর পরিমাণে অবৈধ পোস্টিং করছে; যেমন, রাজীব কুমারকে আইটি বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি করা। এটি এমন একটি পদ যেখানে আইএএস অফিসারের থাকা উচিত। একজন আইএএস অফিসারকে ডিজিপি বা কলকাতা পুলিশের কমিশনার (সিপি) হিসাবে নিয়োগ করার কথা ভেবে দেখুন।
বিষয়টি নিয়ে আমি উপযুক্ত ফোরামে যাব। এই খেয়ালিপনার ফলে আইএএস কর্তৃত্বের সম্পূর্ণ দখল এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের শ্রেণীবিন্যাস ভেঙে যাচ্ছে। এর বিরুদ্ধে সরব হতে, আমি রাজ্যের আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতিকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি।”
রবিবার ২০২৩ সালের শেষ দিনে বিজ্ঞপ্তি জারি করে নতুন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের নাম ঘোষণা করে নবান্ন। অন্যদিকে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ায় তাঁকে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদ দেওয়া হয়। তাঁর জায়গায় স্বরাষ্ট্রসচিব থেকে উন্নীত হয়ে মুখ্যসচিব হন বিপি গোপালিক। কিন্তু রাজ্য প্রশাসনে চমক দিয়ে পর্যটন সচিব নন্দিনীকে করা হয় স্বরাষ্ট্রসচিব। সরকারি ঘোষণার পর সোমবার থেকে নবান্নে নিজের দফতরে এসে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্রসচিব। আর তার ঠিক এক দিন পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর নিয়োগকে সরাসরি ‘অবৈধ’ বলেছেন। সঙ্গে জানিয়ে দিয়েছেন নন্দিনীর ‘অবৈধ’ নিয়োগের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হবেন।