IRCTC-ipay: নয়া পরিষেবা চালু IRCTC-র, রেল টিকিট বাতিলের টাকা পেতে এবার করতে হবে না অপেক্ষা!

1/4নতুন পরিষেবার মাধ্যমে, যদি কোনও যাত্রী IRCTC ওয়েবসাইটে ট্রেনের টিকিট বাতিল করেন, তবে টিকিট বাতিলের টাকা অবিলম্বে তাঁর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু এর জন্য আপনাকে IRCTC-ipay পেমেন্ট গেটওয়ে ইনস্টল করতে হবে। IRCTC-এর ipay-এর বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি টিকিট বুকিংয়ের সময় কমিয়ে দেয় এবং এর ফলে ব্যবহারকারীরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পান।

2/4কীভাবে IRCTC ipay অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করবেন? এর জন্য প্রথমে IRCTC ipay অ্যাপ খুলুন। এর পরে আপনার IRCTC আইডি এবং পাসওয়ার্ড দিন। এর পর যাত্রার তারিখ ও গন্তব্য পূরণ করুন। এখন সেই রুটের সব ট্রেনই আপনার সামনে দৃশ্যমান হবে। রেলের টিকিট বুকিংয়ের টাকা দেওয়ার সময় আপনি ‘IRCTC iPay’ বিকল্পটি বেছে নিন। এরপর Pay and Book অপশন বেছে নিন।

3/4এরপর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা UPI-এর মাধ্যমে টিকিটের টাকা প্রদান করুন। আপনার টিকিট সঙ্গে সঙ্গে বুক করা হয়ে যাবে। এর বার্তা আপনার ইমেল ​​এবং এসএমএসে চলে আসবে। বিশেষ বিষয় হল ভবিষ্যতে আপনি আবার টিকিট বুক করলে আপনাকে আর পেমেন্টের বিবরণ পূরণ করতে হবে না, আপনি পে বোতামে ক্লিক করলে অবিলম্বে টিকিট বুক হয়ে যাবে।

4/4অনেক সময় এমন হয় যে আপনি টিকিট পেলেও আপনার টিকিট ‘ওয়েটিং’-এ থেকে যায়। চূড়ান্ত চার্ট তৈরি হয়ে গেলে আপনার টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, তাই আপনার ফেরতের টাকা অবিলম্বে IRCTC ipay-এর মাধ্যমে চলে আসবে অ্যাকাউন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.