মঙ্গলবার হতে চলেছে আইপিএলের বহু প্রতীক্ষিত নিলাম। পরের বছরের প্রতিযোগিতা শুরুর আগে সব দলের কাছেই ঘর গুছিয়ে নেওয়ার পালা। প্রতিটি দলের কাছেই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৩
শ্রেয়স গোপাল মুম্বইয়ে
২০ লাখ টাকায় বিক্রি হলেন তিনি।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২
সিদ্ধার্থ লখনউয়ে
তামিলনাড়ুর সিদ্ধার্থকে ২.৪০ কোটি টাকায় কিনল লখনউ।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩১
কলকাতার কী অবস্থা?
আইপিএলে সর্বনিম্ন ক্রিকেটার নেওয়ার কোটা পূরণ হয়ে গিয়েছে কলকাতা। সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার নিয়ে ফেলেছে তারা। এখনও ৭ জন নিতে পারে তারা। হাতে পড়ে ৬ কোটি ৫৫ লক্ষ টাকা।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭
মানব সুতার গুজরাতে
২০ লাখ টাকায় তাঁকে কিনল গুজরাত।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৩
রসিখ দিল্লিতে
২০ লাখে তাঁকে কিনল দিল্লি।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২২
বাংলার ঈশান অবিক্রিত
কেউ নিল না বাংলার জোরে বোলারকে।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২১
কার্তিক গুজরাতে
৬০ লাখে কার্তিককে গুজরাত। হারল কলকাতা।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৯
আকাশ হায়দরাবাদে
২০ লাখ টাকায় বিক্রি হলেন তিনি।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৮
গুজরাতে সুশান্ত
২.২০ কোটি টাকায় তাঁকে কিনল গুজরাত।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৫
যশ বেঙ্গালুরুতে
৫ কোটি টাকায় যশ দয়ালকে কিনল আরসিবি। এই যশই রিঙ্কুর কাছে পাঁচটি ছক্কা খেয়েছিলেন।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১০
কুমার দিল্লিতে
৭ কোটি ২০ লক্ষে উইকেটকিপার কুমার কুশাগ্রকে কিনল দিল্লি। অনামী এই ক্রিকেটারের এত দাম ওঠায় অবাক অনেকেই।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫
দিল্লিতে রিকি
রিকি ভুইকে নিল দিল্লি ক্যাপিটালস।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫
টম গেলেন রাজস্থানে
টম কোহলার ক্যাডমোরকে ৪০ লাখে কিনল রাজস্থান।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৭
অবিক্রিত আরও কিছু
হৃতিক শোকিন, অতীত শেঠ, বিভ্রান্ত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, সরফরাজ খান, মহম্মদ আরশাদকে কেউ কিনল না।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪
রমনদীপ সিংহ কলকাতায়
২০ লাখে তাঁকে কিনল কলকাতা।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪
শাহরুখ খান গুজরাতে
৭ কোটি ৪০ লাখে গুজরাত কিনে নিল মারকুটে এই ব্যাটারকে। পঞ্জাব কিংসের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই হয়েছে। কলকাতা বিডিংও করেনি। অথচ তারা শাহরুখকে নেবে বলে ঠিক ছিল। কলকাতার কোনও হেলদোলই দেখা গেল না।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৪
আর্শিন কুলকার্নি লখনউয়ে
২০ লাখ টাকায় তাঁকে কিনল লখনউ।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯
কেকেআরে রঘুবংশী
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অঙ্গকৃশ রঘুবংশীকে ২০ লাখ টাকায় কিনল কেকেআর।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮
বিরাট দাম সমীরের
অনামী ভারতীয় ক্রিকেটার সমীর রিজভি ৮ কোটি ৪০ লাখ টাকায় কিনল চেন্নাই।
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২২
আরও কিছু ক্রিকেটার অবিক্রিত
মনন ভোরা, প্রিয়াংশ আর্য, সৌরভ চৌহান, রোহন কুন্নুমালকে কেউ নিল না।