আইপিএল নিলাম সরাসরি: পাঁচ জনকে নিয়েছে কলকাতা, আর ক’জন নিতে পারবে? হাতে কত টাকা?

মঙ্গলবার হতে চলেছে আইপিএলের বহু প্রতীক্ষিত নিলাম। পরের বছরের প্রতিযোগিতা শুরুর আগে সব দলের কাছেই ঘর গুছিয়ে নেওয়ার পালা। প্রতিটি দলের কাছেই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৩ key status

শ্রেয়স গোপাল মুম্বইয়ে

২০ লাখ টাকায় বিক্রি হলেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২ key status

সিদ্ধার্থ লখনউয়ে

তামিলনাড়ুর সিদ্ধার্থকে ২.৪০ কোটি টাকায় কিনল লখনউ।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩১ key status

কলকাতার কী অবস্থা?

আইপিএলে সর্বনিম্ন ক্রিকেটার নেওয়ার কোটা পূরণ হয়ে গিয়েছে কলকাতা। সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার নিয়ে ফেলেছে তারা। এখনও ৭ জন নিতে পারে তারা। হাতে পড়ে ৬ কোটি ৫৫ লক্ষ টাকা।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭ key status

মানব সুতার গুজরাতে

২০ লাখ টাকায় তাঁকে কিনল গুজরাত।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৩ key status

রসিখ দিল্লিতে

২০ লাখে তাঁকে কিনল দিল্লি।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২২ key status

বাংলার ঈশান অবিক্রিত

কেউ নিল না বাংলার জোরে বোলারকে।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২১ key status

কার্তিক গুজরাতে

৬০ লাখে কার্তিককে গুজরাত। হারল কলকাতা।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৯ key status

আকাশ হায়দরাবাদে

২০ লাখ টাকায় বিক্রি হলেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৮ key status

গুজরাতে সুশান্ত

২.২০ কোটি টাকায় তাঁকে কিনল গুজরাত।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৫ key status

যশ বেঙ্গালুরুতে

৫ কোটি টাকায় যশ দয়ালকে কিনল আরসিবি। এই যশই রিঙ্কুর কাছে পাঁচটি ছক্কা খেয়েছিলেন।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১০ key status

কুমার দিল্লিতে

৭ কোটি ২০ লক্ষে উইকেটকিপার কুমার কুশাগ্রকে কিনল দিল্লি। অনামী এই ক্রিকেটারের এত দাম ওঠায় অবাক অনেকেই।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫ key status

দিল্লিতে রিকি

রিকি ভুইকে নিল দিল্লি ক্যাপিটালস।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫ key status

টম গেলেন রাজস্থানে

টম কোহলার ক্যাডমোরকে ৪০ লাখে কিনল রাজস্থান।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৭ key status

অবিক্রিত আরও কিছু

হৃতিক শোকিন, অতীত শেঠ, বিভ্রান্ত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, সরফরাজ খান, মহম্মদ আরশাদকে কেউ কিনল না।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪ key status

রমনদীপ সিংহ কলকাতায়

২০ লাখে তাঁকে কিনল কলকাতা।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪ key status

শাহরুখ খান গুজরাতে

৭ কোটি ৪০ লাখে গুজরাত কিনে নিল মারকুটে এই ব্যাটারকে। পঞ্জাব কিংসের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই হয়েছে। কলকাতা বিডিংও করেনি। অথচ তারা শাহরুখকে নেবে বলে ঠিক ছিল। কলকাতার কোনও হেলদোলই দেখা গেল না।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৪ key status

আর্শিন কুলকার্নি লখনউয়ে

২০ লাখ টাকায় তাঁকে কিনল লখনউ।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯ key status

কেকেআরে রঘুবংশী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অঙ্গকৃশ রঘুবংশীকে ২০ লাখ টাকায় কিনল কেকেআর।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮ key status

বিরাট দাম সমীরের

অনামী ভারতীয় ক্রিকেটার সমীর রিজভি ৮ কোটি ৪০ লাখ টাকায় কিনল চেন্নাই।

timer শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২২ key status

আরও কিছু ক্রিকেটার অবিক্রিত

মনন ভোরা, প্রিয়াংশ আর্য, সৌরভ চৌহান, রোহন কুন্নুমালকে কেউ নিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.