IPL 2022: হার্দিক থেকে রাহানে, নিজেকে প্রমাণ করতে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবেন এই ১০ তারকা

1/10চোট সমস্যায় ভোগা হার্দিক পান্ডিয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে। ভারতীয় দলে কামব্যাক করতে এই আইপিএলই গুজরাট টাইটানসের অধিনায়কের পাখির চোখ। এ মরশুমে যদি হার্দিক আবার বল করেন, তাহলে নিঃসন্দেহে তাঁর ভারতীয় দলে ফেরার দাবি জোরালো হবে।

গত মরশুমে প্রবল বিতর্কের মধ্যে দিয়ে প্রথমে অধিনায়কত্ব ও পরে সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে বাদ পড়েন ডেভিড ওয়ার্নার। এ মরশুমে পুরনো ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটলসে আবার ফিরেছেন ওয়ার্নার। গত মরশুমের বঞ্চনা, অপমানের জবাব দিতে মরিয়া হয়ে মাঠে নামবেন একাধিকবার আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক অজি তারকা।
2/10গত মরশুমে প্রবল বিতর্কের মধ্যে দিয়ে প্রথমে অধিনায়কত্ব ও পরে সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে বাদ পড়েন ডেভিড ওয়ার্নার। এ মরশুমে পুরনো ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটলসে আবার ফিরেছেন ওয়ার্নার। গত মরশুমের বঞ্চনা, অপমানের জবাব দিতে মরিয়া হয়ে মাঠে নামবেন একাধিকবার আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক অজি তারকা।
দিল্লি ক্যাপিটালস তাঁকে অধিনায়ক পদ থেকে তো ছেঁটে ফেলেই, তাঁকে রিটেনও করেনি। এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েই অধিনায়ক ঘোষিত হয়েছেন শ্রেয়স আইয়ার। পুরনো ফ্রাঞ্চাইজিকে ভুল প্রমাণ করার এক প্রবল তাগিদ কিন্তু এবার শ্রেয়সের মধ্যে কাজ করবেই।
3/10দিল্লি ক্যাপিটালস তাঁকে অধিনায়ক পদ থেকে তো ছেঁটে ফেলেই, তাঁকে রিটেনও করেনি। এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েই অধিনায়ক ঘোষিত হয়েছেন শ্রেয়স আইয়ার। পুরনো ফ্রাঞ্চাইজিকে ভুল প্রমাণ করার এক প্রবল তাগিদ কিন্তু এবার শ্রেয়সের মধ্যে কাজ করবেই।
জাতীয় দল থেকে সম্পূর্ণরূপে ছেঁটে ফেলা, সাংবাদিক বিতর্ক, সব মিলিয়ে সম্প্রতি সময়টা ঋদ্ধিমান সাহার একদমই ভাল কাটেনি। মুখ নয়, তাই গুজরাট টাইটানসের জার্সিতে ব্যাট ও গ্লাভস হাতে সমালোচকদের জবাব দিতে মরিয়া হবেন পাপালি।
4/10জাতীয় দল থেকে সম্পূর্ণরূপে ছেঁটে ফেলা, সাংবাদিক বিতর্ক, সব মিলিয়ে সম্প্রতি সময়টা ঋদ্ধিমান সাহার একদমই ভাল কাটেনি। মুখ নয়, তাই গুজরাট টাইটানসের জার্সিতে ব্যাট ও গ্লাভস হাতে সমালোচকদের জবাব দিতে মরিয়া হবেন পাপালি।
২০২১ সালের আইপিএলে তাঁর ব্যাটিং গড় ছিল ৮.৪, স্ট্রাইক রেট ১০২.৪৪। তা সত্ত্বেও ১১.৫ কোটি টাকা খরচ করে লিয়াম লিভিংস্টোনকে এ মরশুমে দলে নিয়েছে পঞ্জাব কিংস। আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন ইংল্যান্ড তারকা, এবার পালা আইপিএলে নিজের জাত চেনানোর।
5/10২০২১ সালের আইপিএলে তাঁর ব্যাটিং গড় ছিল ৮.৪, স্ট্রাইক রেট ১০২.৪৪। তা সত্ত্বেও ১১.৫ কোটি টাকা খরচ করে লিয়াম লিভিংস্টোনকে এ মরশুমে দলে নিয়েছে পঞ্জাব কিংস। আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন ইংল্যান্ড তারকা, এবার পালা আইপিএলে নিজের জাত চেনানোর।
গত মরশুমে দ্বিতীয় ভাগে কেকেআর দলে এসে দলের ভাগ্যই বদলে দিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। দুর্দান্ত পারফর্ম করে সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। তা সত্ত্বেও অনেকেই বেঙ্কটেশের প্রতিভা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ তো তাঁকে ‘হাফ সিজন ওয়ান্ডার’ বলতেও ছাড়েননি। এই সব সমালোচনার জবাব দিয়ে আবারও নিজের জাত চেনাতে অবশ্যই বদ্ধপরিকর হবেন নাইট তারকা।
6/10গত মরশুমে দ্বিতীয় ভাগে কেকেআর দলে এসে দলের ভাগ্যই বদলে দিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। দুর্দান্ত পারফর্ম করে সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। তা সত্ত্বেও অনেকেই বেঙ্কটেশের প্রতিভা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ তো তাঁকে ‘হাফ সিজন ওয়ান্ডার’ বলতেও ছাড়েননি। এই সব সমালোচনার জবাব দিয়ে আবারও নিজের জাত চেনাতে অবশ্যই বদ্ধপরিকর হবেন নাইট তারকা।
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও জাতীয় দলে বারবার উপেক্ষিত হওয়ায় একাধিকবার নিজের ক্ষোভ প্রকাশ করেছেন জয়দেব উনাদকাট। অভিজ্ঞ বাঁ-হাতি পেসার ভাল মতোই জানেন আইপিএলে ভাল পারফরম্যান্স মানে গোটা বিশ্ব তাঁর হয়ে গলা ফাটাবে। অতীতে তো একাধিক তারকা আইপিএলে ভাল পারফর্ম করেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। উনাদকাটও সেই পথেই কিন্তু আবার জাতীয় দলে ফিরতে পারেন। তাই আইপিএলে তাঁর ভাল পারফর্ম করাটা ভীষণই জরুরি।
7/10ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও জাতীয় দলে বারবার উপেক্ষিত হওয়ায় একাধিকবার নিজের ক্ষোভ প্রকাশ করেছেন জয়দেব উনাদকাট। অভিজ্ঞ বাঁ-হাতি পেসার ভাল মতোই জানেন আইপিএলে ভাল পারফরম্যান্স মানে গোটা বিশ্ব তাঁর হয়ে গলা ফাটাবে। অতীতে তো একাধিক তারকা আইপিএলে ভাল পারফর্ম করেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। উনাদকাটও সেই পথেই কিন্তু আবার জাতীয় দলে ফিরতে পারেন। তাই আইপিএলে তাঁর ভাল পারফর্ম করাটা ভীষণই জরুরি।
জাতীয় দল থেকে বাইরে, রঞ্জিতে শুরুটা ভাল করেও পরের ম্যাচগুলিতে ব্যর্থতা। অজিঙ্কা রাহানের ক্রিকেট কেরিয়ার নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সমালোচকদের জবাব দিয়ে আইপিএলই হতে পারে রাহানের ঘুরে দাঁড়ানোর সঠিক প্ল্যাটফর্ম।
8/10জাতীয় দল থেকে বাইরে, রঞ্জিতে শুরুটা ভাল করেও পরের ম্যাচগুলিতে ব্যর্থতা। অজিঙ্কা রাহানের ক্রিকেট কেরিয়ার নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সমালোচকদের জবাব দিয়ে আইপিএলই হতে পারে রাহানের ঘুরে দাঁড়ানোর সঠিক প্ল্যাটফর্ম।
গত মরশুমে পঞ্জাব কিংসের হয়ে নিকোলস পুরান মাত্র ৭.৭৫ গড়ে মাত্র ৮৫ রান করেছিলেন।  তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লাগাতার তিন ম্যাচে অর্ধশতরান করে নিজের জাত চিনিয়েছেন পুরান।গত মরশুমের হতশ্রী আইপিএলের পর এবার নিজেকে মেলে ধরতে এবং নিজের ১০.৭৫ কোটির মূল্যকে সঠিক প্রমাণ করতে চাইবেন পুরান।
9/10গত মরশুমে পঞ্জাব কিংসের হয়ে নিকোলস পুরান মাত্র ৭.৭৫ গড়ে মাত্র ৮৫ রান করেছিলেন।  তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লাগাতার তিন ম্যাচে অর্ধশতরান করে নিজের জাত চিনিয়েছেন পুরান।গত মরশুমের হতশ্রী আইপিএলের পর এবার নিজেকে মেলে ধরতে এবং নিজের ১০.৭৫ কোটির মূল্যকে সঠিক প্রমাণ করতে চাইবেন পুরান।
বহুদিন ধরেই জাতীয় দলের দরজা বন্ধ মণীশ পান্ডের জন্য। তবে মণীশের প্রতিভা নিয়ে কেউই কোনওদিন প্রশ্ন তোলেনি, যত প্রশ্ন তাঁর ধারাবাহিকতা নিয়ে। একটা ভাল আইপিএল কিন্তু পুনরায় তাঁকে জাতীয় নির্বাচকদের নজের এনে দিতে পারে। তাই এই আইপিএল মরশুমটা লখনউ সুপার জায়ান্টস তারকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
10/10বহুদিন ধরেই জাতীয় দলের দরজা বন্ধ মণীশ পান্ডের জন্য। তবে মণীশের প্রতিভা নিয়ে কেউই কোনওদিন প্রশ্ন তোলেনি, যত প্রশ্ন তাঁর ধারাবাহিকতা নিয়ে। একটা ভাল আইপিএল কিন্তু পুনরায় তাঁকে জাতীয় নির্বাচকদের নজের এনে দিতে পারে। তাই এই আইপিএল মরশুমটা লখনউ সুপার জায়ান্টস তারকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.