IPL 2022: CSK থাকছে ট্রাইডেন্টে, এ মরশুমের জন্য কোন হোটেলে ডেরা জমিয়েছে KKR, MI-সহ বাকিরা?

1/10মুম্বইয়ের ‘বিজনেস হাব’ হিসেবে পরিচিত ব্রান্দা কুর্লা কমপ্লেক্সের একেবারে মাঝে অবস্থিত ট্রাইডেন্টে থাকবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। উত্তর মুম্বইয়ের এই হোটেলের গোটাটাই নাকি মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের জন্য বুক করেছে বলে খবর।

হার্দিক পান্ডিয়াসহ গোটা গুজরাট টাইটানস দল মুম্বইয়ের সাহারে অব্স্থিত জেডব্লু ম্যারিয়টে থাকবেন। এই হোটেলটি মুম্বই এয়ারপোর্টের ভীষণ কাছে।
2/10হার্দিক পান্ডিয়াসহ গোটা গুজরাট টাইটানস দল মুম্বইয়ের সাহারে অব্স্থিত জেডব্লু ম্যারিয়টে থাকবেন। এই হোটেলটি মুম্বই এয়ারপোর্টের ভীষণ কাছে।
এ মরশুমের আরেকটি নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস দল থাকবে তাজ ভিভান্তায়। দক্ষিণ মুম্বইয়ে এই হোটেলটি অবস্থিত।
3/10এ মরশুমের আরেকটি নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস দল থাকবে তাজ ভিভান্তায়। দক্ষিণ মুম্বইয়ে এই হোটেলটি অবস্থিত।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বইয়ের মতো ট্রাইডেন্ট হোটেলেই থাকবেন, তবে অন্য শাখায়। নরিমন পয়েন্টের ঐতিহাসিক ট্রাইডেন্ট হোটেলে নিজেদের ডেরা জমিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ট্রাইডেন্টের ৩৫তম তলায় অবস্থিত মিটিংরুমগুলি এই বহু পুরনো পাঁচতারা হোটেলকে বাকি যে কোনও হোটেলের থেকে পৃথক করে।
4/10ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বইয়ের মতো ট্রাইডেন্ট হোটেলেই থাকবেন, তবে অন্য শাখায়। নরিমন পয়েন্টের ঐতিহাসিক ট্রাইডেন্ট হোটেলে নিজেদের ডেরা জমিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ট্রাইডেন্টের ৩৫তম তলায় অবস্থিত মিটিংরুমগুলি এই বহু পুরনো পাঁচতারা হোটেলকে বাকি যে কোনও হোটেলের থেকে পৃথক করে।
বিরাট কোহলিসহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্যরা ব্রান্দায় আরব সাগরের উপকূলে অবস্থিত তাজ ল্যান্ডস এন্ডে এ মরশুমে থাকবেন।
5/10বিরাট কোহলিসহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্যরা ব্রান্দায় আরব সাগরের উপকূলে অবস্থিত তাজ ল্যান্ডস এন্ডে এ মরশুমে থাকবেন।
গোটা শহরের ৩৬০ ডিগ্রি ভিউ থেকে সমুদ্রের মনোরম দৃশ্য, আইটিসি গ্র্যান্ড সেন্ট্রালে হোটেলের রুম থেকে সবটাই দেখা যায়। আর এখানেই নিজেদের আস্তানা বানিয়েছে গত বারের ফাইনালিস্ট তথা দুই বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স।
6/10গোটা শহরের ৩৬০ ডিগ্রি ভিউ থেকে সমুদ্রের মনোরম দৃশ্য, আইটিসি গ্র্যান্ড সেন্ট্রালে হোটেলের রুম থেকে সবটাই দেখা যায়। আর এখানেই নিজেদের আস্তানা বানিয়েছে গত বারের ফাইনালিস্ট তথা দুই বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স।
দিল্লি ক্যাপিটালস দল নিজের ডেরা জমিয়েছে বিখ্যাত তাজ প্যালেসে। ‘গেটওয়ে অফ এন্ডিয়া’র একেবারে পাশেই অবস্থিত তাজ মুম্বইয়ে এক বড় ভ্রমণ আকর্ষণও বটে। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে এই হোটেলের দূরত্বও খুব একটা বেশি নয়।
7/10দিল্লি ক্যাপিটালস দল নিজের ডেরা জমিয়েছে বিখ্যাত তাজ প্যালেসে। ‘গেটওয়ে অফ এন্ডিয়া’র একেবারে পাশেই অবস্থিত তাজ মুম্বইয়ে এক বড় ভ্রমণ আকর্ষণও বটে। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে এই হোটেলের দূরত্বও খুব একটা বেশি নয়।
সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস দল সান্তাক্রুজে অবস্থিত গ্র্যান্ড হায়াত হোটেলে থাকবে।
8/10সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস দল সান্তাক্রুজে অবস্থিত গ্র্যান্ড হায়াত হোটেলে থাকবে।
পূর্ব অন্ধেরিতে অবস্থিত আইটিসি মারাঠায় থাকছে সানরাইজার্স হায়দরাবাদ দল। মুম্বই আন্তর্জাতিক এয়াপোর্ট থেকে মাত্র ১.১ মাইল এবং ঘরোয়া এয়ারপোর্ট থেকে ৩.১ মাইল দূরে এই হোটেল।
9/10পূর্ব অন্ধেরিতে অবস্থিত আইটিসি মারাঠায় থাকছে সানরাইজার্স হায়দরাবাদ দল। মুম্বই আন্তর্জাতিক এয়াপোর্ট থেকে মাত্র ১.১ মাইল এবং ঘরোয়া এয়ারপোর্ট থেকে ৩.১ মাইল দূরে এই হোটেল।
পোয়াই লেকের ধারে অবস্থিত রেনেসাঁ হোটেল থেকে পঞ্জাব কিংস দল এ মরশুমের জন্য নিজেদের প্রস্তুতি সারবেন।
10/10পোয়াই লেকের ধারে অবস্থিত রেনেসাঁ হোটেল থেকে পঞ্জাব কিংস দল এ মরশুমের জন্য নিজেদের প্রস্তুতি সারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.