IPL 2022 Auction: ৫জন সবচেয়ে দামি বিদেশি বোলার কে হতে পারেন? নাম বললেন আকাশ চোপড়া

1/5জোস হ্যাজেলউজ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন, ‘যদিও কোয়ালিটির অভাব রয়েছে, তবে ৫ নম্বরে ওকে আমি রাখব। প্রথমত, আমার মনে হয়, চেন্নাই সুপার কিংস ওকে দলে নেওয়ার চেষ্টা করবে। কারণ সেই টিম ধারাবাহিকতা এবং কিছুটা নির্ভরযোগ্যতা চায়। হ্যাজেলউডের স্থিতিশীলতা রয়েছে, নতুন বলে ও অসাধারণ, যদিও পুরনো বলে সে ততটা ভালো নাও হতে পারে।’

লকি ফার্গুসনকে নিয়ে চোপড়া বলেছেন, ‘৪ নং-এ, আমি লকি ফার্গুসনকে রেখেছি। আমার মতে, ও এই মুহূর্তে সেরা ডেথ বোলারদের একজন। আমি রাবাডা, বুমরাহ এবং জোফ্রার পাশেই ওকে রাখি। ফিটনেস নিয়েই ওর একমাত্র সমস্যা রয়েছে। ও হল গান টি-টোয়েন্টি বোলার। সবাই লকির পিছনে ছুটবে।’
2/5লকি ফার্গুসনকে নিয়ে চোপড়া বলেছেন, ‘৪ নং-এ, আমি লকি ফার্গুসনকে রেখেছি। আমার মতে, ও এই মুহূর্তে সেরা ডেথ বোলারদের একজন। আমি রাবাডা, বুমরাহ এবং জোফ্রার পাশেই ওকে রাখি। ফিটনেস নিয়েই ওর একমাত্র সমস্যা রয়েছে। ও হল গান টি-টোয়েন্টি বোলার। সবাই লকির পিছনে ছুটবে।’
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘সব কিছুই বাইরে গিয়ে আমি ৩ নম্বরে বিশেষ এক জনকে বেছে নিয়েছি। আমি যদি নিলামের টেবিলে বসে থাকতাম, আমি অবশ্যই এই খেলোয়াড়কে বেছে নিতাম। ওর নাম ওয়ানিন্দু হাসরাঙ্গা। ও আপনার চার ওভারের ব্যাঙ্ক, ও একজন বোলার, ব্যাটার এবং ফিল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হওয়ার মেজাজ পেয়েছে ও।’
3/5শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘সব কিছুই বাইরে গিয়ে আমি ৩ নম্বরে বিশেষ এক জনকে বেছে নিয়েছি। আমি যদি নিলামের টেবিলে বসে থাকতাম, আমি অবশ্যই এই খেলোয়াড়কে বেছে নিতাম। ওর নাম ওয়ানিন্দু হাসরাঙ্গা। ও আপনার চার ওভারের ব্যাঙ্ক, ও একজন বোলার, ব্যাটার এবং ফিল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হওয়ার মেজাজ পেয়েছে ও।’
ট্রেন্ট বোল্ট নিয়ে আকাশ চোপড়ার দাবি, ‘২ নম্বরে, আমার ট্রেন্ট বোল্টক রাখব। ওর জন্য একটি বিডিং যুদ্ধ হবে। মার্কি প্লেয়ারের তালিকায় রয়েছে ও। মুম্বই ইন্ডিয়ান্স ওকে ফিরে পেতে আগ্রহী। তবে বোল্টকে চায় না এমন দল নেই। প্রতিটি দল ট্রেন্ট বোল্টের জন্য ঝাঁপাবে।’
4/5ট্রেন্ট বোল্ট নিয়ে আকাশ চোপড়ার দাবি, ‘২ নম্বরে, আমার ট্রেন্ট বোল্টক রাখব। ওর জন্য একটি বিডিং যুদ্ধ হবে। মার্কি প্লেয়ারের তালিকায় রয়েছে ও। মুম্বই ইন্ডিয়ান্স ওকে ফিরে পেতে আগ্রহী। তবে বোল্টকে চায় না এমন দল নেই। প্রতিটি দল ট্রেন্ট বোল্টের জন্য ঝাঁপাবে।’
কাগিসো রাবাডাকে নিয়ে চোপড়া দাবি করেছেন, ‘কাগিসো রাবাডাকে আমি ১ নম্বরে রাখব। এই নিলাম হবে ওর জন্য সোনার মতো হবে। ওর জন্য টাকার বান্ডিল নিয়ে নামবে. সব ফ্র্যাঞ্চাইজিগুলো। সব দলের প্রথম পছন্দ রাবাডাই। বিদেশের সবচেয়ে দামি বোলার হবে ও।’ 
5/5কাগিসো রাবাডাকে নিয়ে চোপড়া দাবি করেছেন, ‘কাগিসো রাবাডাকে আমি ১ নম্বরে রাখব। এই নিলাম হবে ওর জন্য সোনার মতো হবে। ওর জন্য টাকার বান্ডিল নিয়ে নামবে. সব ফ্র্যাঞ্চাইজিগুলো। সব দলের প্রথম পছন্দ রাবাডাই। বিদেশের সবচেয়ে দামি বোলার হবে ও।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.