সরাসরি আইপিএলের নিলাম: বাংলার পেসার মুকেশকে নিল দিল্লি, ৫ কোটির উপর দর উঠল তাঁর

সংক্ষেপে 

২০২৩ সালের আইপিএলের আগে দল গোছানোর লড়াই এই নিলামে।

কোচিতে হচ্ছে এ বারের নিলাম।

সব থেকে বেশি টাকা রয়েছে হায়দরাবাদের হাতে। সব থেকে কম টাকা নিয়ে নিলামে কলকাতা।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:৫২

দিল্লি নিল মনিশ পাণ্ডেকে

২ কোটি ৪০ লক্ষ টাকায় মনিশকে কিনল দিল্লি।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:২৩ key status

মুকেশের দর উঠল ৫ কোটির উপর

মুকেশকে কিনে নিল দিল্লি। ৫ কোটি ৫০ লক্ষ দাম উঠল বাংলার পেসারের।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:১৮

গুজরাত কিনল মাভিকে

৬ কোটি টাকায় মাভিকে তুলে নিল গুজরাত। এই পেসারকে নেওয়া জন্য লড়ছিল কলকাতাও।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:১১ key status

পেসার বৈভবকে নিল কলকাতা

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:০৫

গুজরাত কিনল শ্রীকর ভরতকে

হার্দিক পাণ্ড্যর দলে শ্রীকর ভরত। গুজরাত দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। আরও এক ভারতীয় উইকেটরক্ষককে তুলে নিল গুজরাত।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:০৪

জগদীশনকে তুলে নিল কলকাতা

৯০ লক্ষ টাকায় উইকেটরক্ষক জগদীশনকে নিল কলকাতা।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪

অনামি বিভ্রান্তকে কিনে নিল হায়দরাবাদ

জম্মু-কাশ্মীরের বিভ্রান্ত শর্মাকে কিনে নিল হায়দরাবাদ। তাঁর দাম ছিল ২০ লক্ষ টাকা। কলকাতা তাঁকে কেনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিনল হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:৪৩ key status

এখনও পর্যন্ত অবিক্রিত যাঁরা

এখনও পর্যন্ত ব্যাটারদের মধ্যে অবিক্রিত জো রুট এবং রিলি রুসো। অলরাউন্ডারদের মধ্যে কেউ নিল না শাকিব আল হাসানকে। উইকেটরক্ষকদের মধ্যে বিক্রি হলেন না লিটন দাস এবং কুশল মেন্ডিস। পেসারদের মধ্যে অবিক্রিত ক্রিস জর্ডন, অ্যাডাম মিলনে এবং রিচি টপলে। স্পিনারদের মধ্যে অবিক্রিত আকিল হোসেন, মুজিব উর রহমান, তাবরেজ শামসি এবং অ্যাডাম জাম্পা। এই সব ক্রিকেটারকে আরও এক বার নিলামে তোলা হবে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:২৪

আদিল রশিদকে নিল হায়দরাবাদ

২ কোটি টাকায় রশিদকে নিল হায়দরাবাদকে। কেউ নিল না আকিল হোসেনকে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:২২

ঝাই রিচার্ডসনকে নিল মুম্বই

দেড় কোটি টাকায় রিচার্ডসনকে নিল মুম্বই। ইশান্ত শর্মাকে কিনে নিল দিল্লি। তিনি বিক্রি হলেন ৫০ লক্ষ টাকায়।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:২০

উনাদকাটকে নিল লখনউ

৫০ লক্ষ টাকায় উনাদকাটকে নিল লখনউ। বেঙ্গালুরু তুলে নিল বাঁহাতি পেসার রিচি টপলেকে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:১৬

দিল্লি নিল ফিল সল্টকে

২ কোটি টাকায় সল্টকে কিনে নিল দিল্লি।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:১৪ key status

হায়দরাবাদ নিল ক্লাসেনকে

৫ কোটি ২৫ লক্ষ টাকায় ক্লাসেনকে নিল হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:১২ key status

লখনউ তুলে নিল পুরানকে

১৬ কোটি দাম উঠল পুরানের। লড়াই হলেও শেষ পর্যন্ত লখনউয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:০৭

নিকোলাস পুরানের নিলাম শুরু

১৩ কোটির উপর দাম উঠল ক্যারবিয়ান অধিনায়কের। তাঁকে নেওয়ার চেষ্টা করছে রাজস্থান। ছাড়ছে না লখনউ।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:০৫ key status

লিটন দাস অবিক্রিত

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটনকে নিল না কোনও দল।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪৩ key status

কারেনের থেকে কম দাম স্টোকসের

১৬ কোটি ২৫ লক্ষ টাকায় চেন্নাই কিনে নিল স্টোকসকে। ধোনির দলে খেলবেন ইংরেজ অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯ key status

এ বার নিলামে বেন স্টোকস

বেন স্টোকসকে নিয়ে লড়াই শুরু নিলামে। চেন্নাই, লখনৌ লড়াই করছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে নিয়ে।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮ key status

মুম্বই পেয়ে গেল কাঙ্ক্ষিত অলরাউন্ডার

মুম্বই কিনে নিল ক্যামেরন গ্রিনকে। পোলার্ডের জায়গায় গ্রিনকে পেয়ে গেল মুম্বই। ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় বিক্রি হলেন গ্রিন।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৬ key status

১৬ কোটি পার হয়ে গেল গ্রিনের দাম

কারেনের পর এ বার কাড়াকাড়ি গ্রিনকে নিয়ে। মুম্বই অলরাউন্ডার কেনার জন্য লাফাচ্ছে মুম্বই। কায়রন পোলার্ডের পরিবর্ত খুঁজছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.