iPhone 13: অবশেষে বহু প্রতীক্ষিত ফোন লঞ্চ করল Apple, জানুন দাম ও স্পেসিফিকেশন

অবশেষে নতুন iPhone 13 সিরিজ লঞ্চ করল Apple । আগের মতোই স্ট্যান্ডার্ড, মিনি এবং প্রো ভার্সানে পাওয়া যাবে এই স্মার্টফোন।

iPhone 13-এর কিছু বিষয়, এক নজরে:

>>> আগের আইফোনের সঙ্গে দেখতে সেভাবে কোনও ফারাক নেই। এখনও সম্পূর্ণ বেজেলহীন ডিসপ্লে আনল না অ্যাপেল। তবে আগের তুলনায় নচ ২০% ছোট হয়েছে। অনেকটা Iphone 12-এর মতোই রয়েছে ক্যামেরার কেসিংও।

>>> অ্যাপেল জানিয়েছে, নতুন আইফোনের ডিসপ্লে আগের চেয়ে উন্নত। এটি প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল।

>>> এতে থাকছ অ্যাপেলের নিজস্ব অত্যন্ত শক্তিশালী A15 বায়োনিক চিপ।

>>> গ্রাফাইট, গোল্ড, সিলভার এবং সিয়েরা ব্লু রঙে পাওয়া যাবে নতুন আইফোন।

>>> আইফোন ১৩ ছাড়াও এদিন iPhone 13, Apple Watch Series 7, AirPods 3 এবং 9th-generation iPad লঞ্চ হওয়ার কথা।

>>> মার্কিন মুলুকে iPhone 13 Mini-র দাম ৬৯৯ ডলার থেকে শুরু হচ্ছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫১,৪৬৯ টাকা। অন্যদিকে iPhone 13(স্ট্যান্ডার্ড)-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮,৮৩২ টাকা। বলাই বাহুল্য ভারতে কর ও অন্যান্য কারণে দাম বেশ খানিকটা বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.