পরিস্থিতি সামাল দিতে আপাতত এনসিআর এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গুজব আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিংঘু, গাজিপুর, তিরকি অঞ্চলের ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। বন্ধ ২৫টিরও বেশি মেট্রো স্টেশন। বন্ধ করা হয়েছে কনট প্লেস।
প্রজাতন্ত্র দিবসের দিনে রণক্ষেত্র দিল্লি। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় দু’মাসের বেশি সময় কেটেছে। একের পর এক এক বৈঠক ফলপ্রসু না হওয়ায় ২৬ জানুয়ারির ঘটনা নিয়ন্ত্রনের বাইরে গিয়েছে। তাই মঙ্গলবার দিল্লি লাগোয়া সবক’টি সীমান্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির আইটিও অঞ্চলে খন্ডযুদ্ধ হওয়ায় লালকেল্লা অঞ্চলে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত জানায়। নির্দেশে বলা হয়, সিংঘু সীমানা, গাজিপুর বর্ডার, টিকরি বর্ডার, মুকারবা এবং নাংগলোই সীমানায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সাময়িকভাবে মঙ্গলবার মধ্যরাত অবধি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই জানায় কেন্দ্রীয় মন্ত্রক। সেই সঙ্গে বন্ধ ২৫টিরও বেশি মেট্রো স্টেশন। বন্ধ করা হয়েছে কনট প্লেস।