International Yoga Day: ‘বিশ্ব শান্তির পরিবেশ তৈরি করবে…’, যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

কর্ণাটক সফরের দ্বিতীয় দিনে মাইসোরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সকাল মাইসোর প্যালেসে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে সোমবার কর্ণাটকের বেশ কিছু বড় প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চালু হওয়া এই নয়া প্রকল্পগুলি তৈরি করতে মোট খরচ হয়েছে ২৭ হাজার কোটি টাকা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ঐতিহ্যকে সঙ্গে করে নিয়ে কীভাবে ২১ শতকের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হয়, তার উপযুক্ত উদাহরণ হল কর্ণাটক।’

উল্লেখ্য, এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশের জনপ্রিয় পর্যটন স্থলগুলিতে যোগ দিবস পালন করা হবে। এই বছরের যোগ দিবসের থিম হল ‘মানবতার জন্য যোগ’। ভারতকে বিশ্ব দরবারে মেলে ধরতে এবারের যোগ দিবসকে বেছে নেওয়া হয়েছে। এই আবহে মাইসোর প্যালেসে আজ ১৫ হাজার জন যোগ অভ্যাস করছেন। এদিন মোদীর সঙ্গে মাইসোর প্যালেসে উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

এদিন অনুষ্ঠান শুরুর আগে নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এই সমগ্র মহাবিশ্ব আমাদের দেহ এবং আত্মা থেকে শুরু হয়। মহাবিশ্ব আমাদের থেকে শুরু হয়। এবং যোগব্যায়াম আমাদের মধ্যে থাকা সমস্ত কিছু সম্পর্কে আমাদের সচেতন করে তোলে এবং সচেতনতার অনুভূতি তৈরি করে। যোগ লক্ষ লক্ষ মানুষের মনে শান্তি আনবে। পাশাপাশি গোটা বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করবে। এইভাবে যোগব্যায়াম মানুষ এবং দেশকে সংযুক্ত করতে পারে এবং যোগ আমাদের সকলের সমস্যা সমাধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.