তীব্র দাবদাহ থেকে আপাতত কোনও মুক্তি নেই, উত্তর এবং মধ্য ভারতের বিভিন্ন প্রান্তে গরমের দাপট বজায় থাকবে আগামী ২৪ ঘণ্টা। বুধবার এমনই পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। বেশ কিছু মাত্রাতিরিক্ত গরমে ওষ্ঠাগত প্রাণ, উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু প্রান্তে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে তাপমাত্রা।
এই অবস্থায় আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারত সংলগ্ন অভ্যন্তরভাগের উপর দিয়ে বয়ে যাওয়া শুষ্ক উত্তর-পশ্চিমি হাওয়ার কারণে আগামী ২৪ ঘন্টা তীব্র দাবদাহ বজায় থাকবে।
আইএমডি (IMD) জানিয়েছে, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে গরমের দাপট থাকবে। এছাড়াও পঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা ও উত্তর অভ্যন্তরীন কর্ণাটক গরমের দাপট থাকবে।